সমীরণ পাল, নিউ ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে দুই বিজেপি কর্মীকে রাস্তায় বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। 


গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পুলিশ সূত্রে খবর, দুদলের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। 


ঠিক তার আগের দিন রাতে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বিদ্যাসাগর পল্লিতে দুই বিজেপি কর্মীকে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।


অভিযোগ, রবিবার রাতে বাড়ির কাছে আক্রান্ত হন বিজেপি কর্মী টিটু সরকার ও বিক্রম রায়। কয়েকজন দুষ্কৃতী রাস্তায় তাঁদের ঘিরে ধরে মারধর করে। 


বিজেপি সূত্রে দাবি, টিটু ও বিক্রম ভোটের ফল বেরনোর পর থেকে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। ২ মে বিধানসভা ভোটের ফল বেরোতেই রাতে টিটু সরকারের বাড়িতে হামলা চালানো হয়। 


বিজেপির দাবি, সম্প্রতি নিজের এলাকায় ফেরেন তাঁদের দুই কর্মী। এরপরই হামলা হয়। এই ঘটনায় রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়। বিজেপি শিবিরের অভিযোগ, কোনও স্ট্যাম্প না দিয়ে শুধুমাত্র কেস নম্বর লিখে অভিযোগ নিয়েছে পুলিশ। 


বিজেপি রাজ্য কমিটি সদস্য অর্চনা মজুমদার বলেন, তৃণমূলের হাতে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পুলিশ ঠিকঠাক গ্রেফতার করছে না।


নিউ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের কেউ মারেনি। ওরাই এলাকায় এসে চমকাচ্ছিল। আমাদের কর্মীদের ধাক্কাধাক্কি করে।


পুলিশ সূত্রে খবর, বিজেপির পাশাপাশি তৃণমূলও এই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছে।


এর আগে, গত শুক্রবার, পুরুলিয়ার বলরামপুরের ডেড়শা গ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  


বিজেপির অভিযোগ, দলের এক কর্মী বুধবার রাতে দুয়ারে সরকারের পক্ষে প্রচার করার সময় তৃণমূল আশ্রিত ৩ দুষ্কৃতী তাঁকে মারধর করে। আহত বিজেপি কর্মীকে ভর্তি করা হয় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল অভিযোগ দায়ের হয় বলরামপুর থানায়।


যদিও জেলা তৃণমূল মুখপাত্রর দাবি, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।