সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা কম নয় এরাজ্যে। তেমনই জলে নেমে তলিয়ে যাওয়ারও ভুরিভুরি ঘটনা মনে দাগ কাটে। আর এবার মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম। 


 'দ্রুত উদ্ধারকার্য করতে হবে',পুলিশকে ঘিরে চলেছে বিক্ষোভ


মধ্যমগ্রাম থানার দিয়ারা গ্রামে নোয়াই খালে এক যুবক পড়ে নিখোঁজ হয় গতকাল। যদিও এখনও মেলেনি খোঁজ। ওই ঘটনায় গভীর রাত পর্যন্ত পুলিশকে ঘিরে চলেছে বিক্ষোভ। গতকাল বিকেলে কুড়ি বছরের যুবক ঋষভ  কুন্ডু খেলার সময় বল নোয়াই খালে পড়ে গেলে, তা খুঁজতে গিয়ে জলে তলিয়ে যায়।তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। 'দ্রুত উদ্ধারকার্য করতে হবে' এই দাবিতে গভীর রাত পর্যন্ত গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরপরেই পুলিশের তরফে ব্যারাকপুর থেকে বিশেষ দলকে ডেকে আনা হয়েছিল।


কিছুতেই মর্মান্তিক ঘটনাগুলিতে রাশ পড়ছে না মধ্যমগ্রামে


কিছুতেই মর্মান্তিক ঘটনাগুলিতে রাশ পড়ছে না মধ্যমগ্রামে। সদ্য গত বছর আগুন লেগে মধ্যমগ্রামের কারখানার মৃত্যুর খবর এসেছিল। কয়েকবছর আগে একই ঘটনা ঘটেছিল মধ্যমগ্রামের এক গেঞ্জি কারখানায়। দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছিল। এদিকে বন্ধ কারখানা থেকে বের হতে পারেনি শ্রমিকরা। শেষে সকালে বেরিয়েছিল তাঁদের ঝলসানো দেহ। বেশ কিছু বছর আগে এই মধ্যমগ্রামের বসুনগর এলাকায় জলে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। আর এবার ফের সেই ছায়াই ফিরল এই জেলায়। 


মালদাকাণ্ড যেন ফিরে না আসে মধ্যমগ্রামে!


চলতি বছরের মে মাসে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল মালদা জেলায়। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বন্ধু। নদীতে স্নান করতে গিয়েই হয়েছিল বিপত্তি । ঘটনাটি ঘটেছিল ইংরেজ বাজার থানার মহদিপুর বাজার এলাকায়। জানা গিয়েছিল, দুপুরে দেবাশিস মণ্ডল ও নবকুমার মণ্ডল দুই বন্ধু  ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় তলিয়ে গিয়েছিল তারা দুজনেই। এরপর শুরু হয়েছিল খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর উদ্ধার হয়েছিল দেবাশিসের দেহ। যদিও তেমন মর্মান্তিক খবর যেনও না ফিরে আসে মধ্যমগ্রামে। এলাকাবাসীর কাতর আর্জি, প্রশাসন যেনও অবিলম্বে ব্যবস্থা নেয়। যেন খুঁজে বার করা হয়, তাঁদের বছর কুড়ির ঋষভকে !


আরও পড়ুন, 'রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন', মন্তব্য চট্টগ্রাম আদালতের !


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।