সমীরণ পাল, রহড়া: রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ। ১৭ বছরের কিশোরের মৃত্যু। আজ সকালে রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি, এদিন সকালে রহড়া থানার (Rahara Police Station) পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনেন। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল (Barrackpore BN Basu Sub-Divisional Hospital) ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutt Medical College Hospital) নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। থানার পিছনে বোমা কোথা থেকে এল, খতিয়ে দেখা হচ্ছে।


বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের: রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা এক প্রৌঢ় এদিন রহড়া থানার পিছনের একটা ঝোপ থেকে একটা কৌটো নিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর নাতিকে ওই কৌটো খুলে দেখতে বলেন। নাতি সেটা নিয়ে নাড়াচাড়া করতেই  বাড়ির মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল (Barrackpore BN Basu Sub-Divisional Hospital) ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutt Medical College Hospital) নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 


তদন্ত শুরু পুলিশের: মৃত কিশোরের দাদু বলেন, “একটা কৌটো কুড়িয়ে নিয়ে এসেছি। বালতির মধ্য়ে কৌটো রেখে দিয়েছিলাম। নাতিকে বলেছিলাম কী আছে দেখতে। নাড়াচাড়া করতে করতে হঠাৎই ফেটে যায়। কোথা থেকে থানার কাছে এই বোমা এল? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই প্রৌঢ়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রহড়া থানার পুলিশ। কোথা থেকে কৌটো বোমা পেলেন? কেন বাড়িতে নিয়ে গেলেন? পুলিশ সূত্রে খবর, এই সব কিছুই জানতে চাওয়া হচ্ছে। কিশোরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। 


আরও পড়ুন: Paschim Bardhaman News: সম্পর্কে ফিরতে নারাজ, প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি যুবকের, আহত ৪