সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সহকর্মীর সঙ্গে জন্মদিন (birthday celebration) পালন করেছিলেন। তার পর রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময়ই মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হাড়োয়া থানার (Haroa Police Station) এক পুলিশকর্মীর (Police Personnel Death)। মৃতের নাম লক্ষীকান্ত রঞ্জন। বয়স ৫৯ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে।


কী জানা গেল?
পুলিশ সূত্রে জানা যায়, হাড়োয়ার মোটা আল এলাকায় বেড়াচাঁপা-হাড়োয়া রোডের উপর গত কাল রাতে দ্রুত গতিতে আসা মোটরবাইকের ধাক্কায় মারা গিয়েছেন হাড়োয়া থানায় কনস্টেবল পদে কর্তব্যরত ওই পুলিশ কর্মী। গতকাল অর্থাৎ শনিবার ছিল তাঁর ৫৯ তম জন্মদিন। নাইট ডিউটি ছিল লক্ষ্মীকান্ত রঞ্জনের। মোটা আল এলাকায়, সহকর্মীদের আনা একটি কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়। এর পর ডিউটিতে ফিরে যান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাত এগারোটার সময় সেই রাস্তায় ডিউটি করার সময় বেড়াচাঁপার দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। তাতে ছিটকে রাস্তার পাশে নয়ানজুলিতে গিয়ে পড়েন কনস্টেবল লক্ষীকান্ত রঞ্জন।  হাত পা ভেঙে যায়, মাথাতেও গুরুতর আঘাত লাগে । সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ সকালে মারা যানি প্রৌঢ় পুলিশকর্মী। ঘটনায় অভিযুক্ত দুই বাইক আরোহীকে গ্ৰেফতার করার পাশাপাশি ঘাতক মোটরসাইকেলটিও আটক করেছে পুলিশ। চলতি মাসের গোড়ার দিকে কিছুটা এক ভাবে  ঠাকুরপুকুর থানার সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর। ডিউটিতে যাওয়ার সময় ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মারা যান ওই পুলিশকর্মী। সকাল ৬ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার কনস্টেবল শিশির মণ্ডল। থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বছর ৪৪-এর পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঠাকুরপুুকুর থানার পুলিশ লরি আটক করলেও, চালক পলাতক। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই পুলিশকর্মীর সতীর্থদের ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে প্রবল শোকের ছায়া। 


আরও পড়ুন:লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি