সমীরণ পাল, টিটাগড়: টিটাগড়ের (titagarh) স্কুলে বিস্ফোরণ (blast) নিয়ে শুরু রাজনৈতিক তরজা (political slugfest)। তৃণমূলকে (TMC) বিঁধে হুগলির (hooghly) বিজেপি সাংসদ (BJP MP) লকেট চট্টোপাধ্যায়ের (locket chatterjee) প্রতিক্রিয়া, 'গোটা বাংলা সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গিয়েছে।...এরা ছোট বাচ্চাদেরও ছাড়ছে না'। জবাব দিতে ছাড়েননি তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহও। বলেন, 'ওঁর কথার কোনও জবাব দেব না।...তবে অপরাধী নিশ্চিত ভাবে ধরা পড়বেই'। তৃণমূল-বিজেপি দুপক্ষেরই তীব্র সমালোচনা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়।


কী বলল বিজেপি?
হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'এখন একটাই শিল্প রয়েছে। বোমা শিল্প। এরা ছোট বাচ্চাদেরও ছাড়ছে না। সেদিন অভিষেক বন্দোপাধ্যায় যে ভাবে বলেছেন মাথায় গুলি করতাম, তারই জের এগুলো। এটা বলে উনি সকলে ছাড়পত্র দিয়ে দিয়েছেন।... সিবিআই তদন্ত হওয়া উচিত।' মমতা বন্দোপাধ্যায় গোটা ঘটনাকে যে চেপে দেওয়ার চেষ্টা করবেন, সেই অভিযোগও আনেন লকেট। 


পাল্টা তৃণমূলের...
হুগলির সাংসদের কথার কোনও জবাব দিতে চাননি ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংহ। তবে বলেন, 'অপরাধী ধরা না পড়লে আমাদের সব রকম আন্দোলন করা দরকার। কিন্তু অপরাধী নিশ্চিত ভাবে ধরা পড়বে। চার দিকে সিসিটিভি রয়েছে। পুলিশ তাকে তদন্ত করে ধরবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত।' কিন্তু এমন হল কেন? দাপুটে নেতার ধারণা, হয়তো কাউকে ভয় দেখানোর জন্য এমন করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে কারও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ লক্ষ্য হতে পারে বলেও ধারণা তাঁর।


কটাক্ষ সিপিএমের...
তৃণমূল ও বিজেপি, দুপক্ষকেই একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেছেন, 'লাঠি, গুলি, বোমা, বন্দুক-- এতো কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে বাংলা। বিস্ফোরণের পর বিস্ফোরণ! শুধু খাগড়াগড় বা পিংলা নয়, গোটা রাজ্যজুড়ে ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি যার একটা নমুনা টিটাগড়। টিটাগড়ই কেন? যারা তৃণমূল তারাই বিজেপি, যারা বিজেপি তারাই তৃণমূল।' ইঙ্গিতটা কার দিকে, সেটা নিয়ে এর মধ্যেই চর্চা শুরু হয়েছে। সুজনের আরও অভিযোগ, 'বাংলার গোটা শিক্ষাব্যবস্থার সর্বনাশ করা হয়েছে।'


কী ঘটেছিল?
ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় বিস্ফোরণ। বিস্ফোরণে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল? খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে ধারণা, বাইরে থেকেই বোমা ছোড়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। সাউথ স্টেশন রোড এলাকায় ওই স্কুলটি যেখানে অবস্থিত, সেটি ঘনবসতিপূর্ণ এলাকা। ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ।


আরও পড়ুন:ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে, আতঙ্কিত পড়ুয়া, এলাকাবাসী