রঞ্জিত সাউ, রাজারহাট: উপপ্রধান কে হবেন? তা নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল। রাজারহাটের (Rajarhat) বিষ্ণুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে তৃণমূলের দুপক্ষের মধ্যে হাতাহাতি। বিক্ষোভকারীদের দাবি, একই এলাকা থেকে পঞ্চায়েতে প্রধান উপপ্রধান করা যাবে না। যদিও, তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।


তৃণমূলের অন্দরে কোন্দল: তৃণমূলের ২ পক্ষের সংঘর্ষ, ধাক্কাধাক্কি, হাতাহাতি, চেয়ার ভাঙচুর। বোর্ড গঠন ঘিরে, এভাবেই তুলকালাম বাধল রাজারহাটের বিষ্ণুপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে ২৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১৭ টিতে। ৩টিতে জয়ী সিপিএম, বিজেপি পেয়েছে ২টি আসন, আইএসএফ জিতেছে ২টিতে। শুক্রবার এই পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু, শীর্ষ নেতৃত্ব তৃণমূলের প্রধান হিসেবে অভিজিৎ নস্কর ও উপপ্রধান হিসেবে রূপা নস্করের নাম ঘোষণা করতেই বেঁকে বসে দলের অন্য ১৩ জন জয়ী প্রার্থী। তাঁদের দাবি, একই এলাকা থেকে প্রধান ও উপপ্রধান করা যাবে না। অন্য এলাকা থেকে কাউকে উপপ্রধান করা হোক। এই নিয়ে পঞ্চায়েত অফিসের শুরু হয় বিক্ষোভ। সেখানে তৃণমূলের আরেক পক্ষ পৌঁছতেই শুরু হয়ে যায় বচসা, হাতাহাতি।

বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী আমিরুল হোসেন ঢালি বলেন, “প্রধান নাম ঠিক ছিল। জামালপাড়া থেকে প্রধান হবে। অন্য জায়গা থেকে হবে। কিন্তু কাল রাতে বলা হয় উপপ্রধান হবে রূপা নস্কর। আমরা চাই ভোটাভুটি করে ঠিক হবে।’’ রাজারহাটের তৃণমূল ব্লক সভাপতি প্রবীর কর বলেন, “দল যা ঠিক করবে সেটাই চূড়ান্ত।আগে সমর্থন করে এখন কেন বিক্ষোভ। দলের ঊর্ধ্বে কেউ নেই।’’ পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়। তারপরও বোর্ড গঠন ঘিরে তৃণমূলের অন্দরে কোন্দল অব্যাহত।


পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে নওদার ধুন্ধুমার। অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ করল পুলিশ। সম্প্রতি এই পঞ্চায়েতে বিরোধী জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন করতে এসে কংগ্রেসের জয়ী প্রার্থীর দাবি, চাপের মুখে তৃণমূলে যোগ দিতে হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে, তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও মথুরাপুরে দুটি পঞ্চায়েতে একজোট হয়ে বোর্ড গঠন করল বিরোধীরা। দুটি পঞ্চায়েতেই একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল তৃণমূল। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে রুখতে একজোট হল বিজেপি, ISF, সিপিএম ও নির্দল। অন্যদিকে মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে একজোট হল সিপিএম, বিজেপি ও কংগ্রেস। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।  


আরও পড়ুন: JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, আটক এক প্রাক্তন পড়ুয়া