জয়ন্ত পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  বাগুইহাটিতে (Baguiati News) বাড়ির শৌচাগার থেকে উদ্ধার ব্যবসায়ীর মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার। তিনি খুন (Alleged Murder) হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় তাঁর পরিবারের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Body of Elderly Man Recovered)।


স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ


উত্তর ২৪ পরগনার (South 24 Pargans News) বাগুইআটির অশ্বিনীনগরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম জগদীশ মল্লিক। চালের ব্যবসা করতেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একাই থআকতেন জগদীশ। তাই দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেও থাকেন অন্যত্র। পরিবারের লোকজনের দাবি, শনিবার রাতে বাড়ির শৌচাগারে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। লন্ডভন্ড অবস্থা দেখতে পাওয়া যায় ঘরে ঢুকে।


আরও পড়ুন: Magrahat Update: ফেরার মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা, কে এই জানে আলম মোল্লা? ।Bangla News


এই ঘটনায় জগদীশের দুই নাতিকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িতে লুঠপাঠও চালানো হয়েছে অভিযোগ উঠছে। সম্পত্তি নিয়ে বিবাদ, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয় জগদীশকে, তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


মগরাহাটে জোড়া খুনের পর রহস্য মৃত্যু বৃদ্ধের


এর আগে, শনিবার মগরাহাটে জোড়া খুনের ঘটনা ঘটে যায়। পাওনা টাকা ফেরত দেওয়ার অছিলায় ডেকে সেখানে এক সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় কাল থেকে উত্তপ্ত এলাকা। 


মগরাহাটে জোড়া খুনের ২৪ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা। ঘটনায় মূল অভিযুক্ত জানে আলম পলাতক। সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধু খুনে এখনও পর্যন্ত আটক ৬। অশান্তির আশঙ্কায় এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।