সন্দেশখালি: নয় নয় করে ৫১ দিন পার, কোথায় শেখ শাহজাহান? সহ্যের বাঁধ ভাঙছে সন্দেশখালির বাসিন্দাদের। শনিবার এক মহিলা বিক্ষোভকারী পুলিশের দিকে আঙুল তুলে প্রশ্ন করেন, 'কবে গ্রেফতার হবে? তারিখ বলুন? লিখে দিন শাহজাহান শেখ এই তারিখে গ্রেফতার হবে।' এর পরেই তীব্র কটাক্ষ, 'শাহজাহান শেখকে ধরতে পারেন না, আর মহিলাদের বলছেন চুপ থাকুন? এই নিন শাঁখা নিন, শাড়ি নিন। ঘোমটা দিয়ে বসে থাকুন।' 


পরিস্থিতি...
ক্ষোভ নিয়ন্ত্রণে আনতে এদিন এলাকায় গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রীও। কিন্তু নিজেরাই ক্ষোভের মুখে পড়েন। 'শেখ শাহজাহান-সিরাজউদ্দিনের গ্রেফতারি চাই', এই একটি দাবিতে এখন অনড় গ্রামবাসীরা। তার মধ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে উগরে দেওয়া ওই মহিলার ভিডিও এখন চারদিকে আলোড়ন ফেলে দিয়েছে।



দেখা যাচ্ছে, এক পুলিশকর্মীকে সখেদে প্রশ্ন করছেন তিনি, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। কেন পারেনি? এই সন্দেশখালি পুলিশের জন্য তো? গত বার যে মারপিট হয়েছিল, তখন সন্দেশখালি পুলিশ থাকলে আমাদের কি মাঠেঘাটে লুকোতে হত?'  ওই পুলিশকর্মীর বক্তব্য, শেখ শাহজাহানকে খোঁজা হচ্ছে। কিন্তু বিক্ষুব্ধ মহিলার প্রশ্ন একটাই, সন্দেশখালির পুলিশ কী করছে? এখানেই শেষ নয়। ওই মহিলার বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা, হাজার টাকা দিচ্ছেন আর বলছেন মহিলারা চুপ করে বসে থাকুন।' তুমুল ক্ষোভ থেকে রাগত চ্যালেঞ্জও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'আপনার শাঁখা-চুড়ি পরে বসে থাকুন, আর পুলিশের দায়িত্বটা আমাদের দিয়ে দিন।' তাঁর বক্তব্য, দায়িত্ব পেলে এত দিনে তাঁরাই শেখ শাহজাহানকে খুঁজে বের করে ফেলতেন।


আর যা...
সন্দেশখালি নিয়ে প্রশাসন যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, তা স্পষ্ট  রাজ্যের  দুই মন্ত্রীর তৎপরতায়। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে যেমন এদিনও বলতে শোনা যায়, 'নির্দিষ্ট কোনও অভিযোগ এলে দল অবশ্যই ব্যবস্থা নেবে...জমি দখল হয়ে থাকলে সরকারি পদ্ধতি মেনে তা ফেরতও দেওয়া হবে।' কিন্তু প্রশাসনের এই বার্তায় যে সন্দেশখালির বিক্ষোভ সহজে কমবে না, সেটি বুঝিয়ে দিতে  বিক্ষোভকারী মহিলার বক্তব্য, 'আমরা মমতার সহযোগিতা চাই না। যখন উনি সহযোগিতা করতেন না, তখন কি আমরা বেঁচে ছিলাম না?' প্রসঙ্গত, এদিন শেখ শাহজাহানের পাশাপাশি শেখ সিরাজউদ্দিন সম্পর্কেও বিস্ফোরক অভিযোগ ওঠে। জমি দখলের পাশাপাশি বাজার দখলেও অভিযুক্ত সিরাজ। সব মিলিয়ে তোলপাড় চলছেই।


আরও পড়ুন:বেড়মজুরে জমা পড়া জমি দখলের ৬৬ অভিযোগের ৫০টিতেই অভিযুক্ত শেখ সিরাজ