সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলার আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের বিস্তর অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। গতকাল সন্ধেয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে যান বিধায়ক। রোগীদের অভিযোগ, ডেঙ্গির জন্য বাইরে থেকে রক্তপরীক্ষা করাতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। ফোনেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানান আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে খুব তাড়াতাড়ি এলাইজা মেশিন বসানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


বর্ষার জমা জলে বংশবৃদ্ধি হচ্ছে মশার। বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। তার ওপর ডেঙ্গির দোসর হয়েছে ম্যালেরিয়া। আতঙ্ক বাড়ছে জেলায় জেলায়। ভিড় বাড়ছে হাসপাতালে। ডেঙ্গির সঙ্গে দাপট ম্যালেরিয়ার বাড়ছে জ্বর, বাড়ছে আতঙ্ক! রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, যে সব জেলায় সংক্রমণ সব থেকে বেশি, তার মধ্যে উল্লেখযোগ্য উত্তর ২৪ পরগনা। জেলার আমডাঙা ও বারাসাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। 


এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। শুক্রবার সন্ধেয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে যান বিধায়ক। রোগীদের অভিযোগ, ডেঙ্গির জন্য বাইরে থেকে রক্তপরীক্ষা করাতে ও জিনিসপত্র কিনতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। ফোনেই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সমস্যার কথা জানান আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে খুব তাড়াতাড়ি অ্যালাইজা মেশিন বসানো হবে বলে জানিয়েছেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে মুখ খুলতে না চাইলেও স্বাস্থ্য দফতর সূত্র খবর, ডেঙ্গি পরীক্ষার জন্য হাসপাতালে দ্রুত অ্যালাইজা মেশিন করা হয়


ভয়ঙ্কর পরিস্থিতি কোন কোন এলাকায়? স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান বলছে, বেশ কিছু ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া হু হু করে বাড়ছে। তার মধ্য়ে রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাত, আমডাঙা, বসিরহাট স্বাস্থ্য় জেলার বাদুড়িয়া,হুগলির শ্রীরামপুর,নদিয়ার রানাঘাট ও মুর্শিদাবাদের একটি ব্লক। এ ছাড়াও, হাওড়া শহরে, উল্লেখযোগ্য়ভাবে ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্য়া বাড়ছে বলে স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্য়ান বলছে, এই সপ্তাহে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৬৭৫ জন। এর মধ্য়ে সবথেকে বেশি আক্রান্তের সংখ্য়া নদিয়ায়। সেখানে মোট ২৯৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে।  রানাঘাট পুরসভার বিভিন্ন এলাকা এবং রানাঘাটের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি পরিস্থিতি অত্য়ন্ত উদ্বেগজনক। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১৪৩ জন এবং হুগলিতে ৪৩ জন। এই তিন জেলাকে বিশেষভাবে সতর্ক করেছে স্বাস্থ্য় দফতর। এই পরিস্থিতিতে, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছে প্রশাসন।