সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার পানিহাটির (panihati) মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনার কাজ চলছে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কী হয়েছিল:
সকাল থেকে ভিড় জমেছিল মেলাতে। সকাল থেকেই প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায়। একদিকে প্রবল ভিড় অন্যদিকে তীব্র গরম। দুইয়ের কারণে সমস্যা বাড়ে। ভিড় ও গরমে অসুস্থ হয়ে পড়েন মেলায় আসা একাধিক পুণ্যার্থী। সূত্রের খবর, ভিড়ের চাপে এখনও পর্যন্ত অন্তত ৫০ জনের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে।
সকাল থেকে ভিড়ের চাপে, ক্রমশ পরিস্থিতি লাগামের বাইরে চলে গিয়েছিল। তারপরেই এমন ঘটনা হয়। পানিহাটির তৃণমূল (TMC) বিধায়ক নির্মল ঘোষ বলেন, 'লক্ষ লক্ষ মানুষ আসছেন। এত গরম যে ভিড়ের মধ্যে এমন হয়েছে। দুই জন প্রাণ হারিয়েছেন। আরও কয়েকজন অসুস্থ। ভিড়কে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে।'
এমন ঘটনা ঘটার পরেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ। পানিহাটি পুরসভার তরফে কর্মী-আধিকারিকরা এলাকায় পৌঁছন। বেশ কয়েকটি মন্দির বন্ধ করে দেওয়া হয়। মেলার ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কোভিডের কারণে গত দুই বছর ধরে মেলা হয়নি। সেই কারণেই এবার ভিড় উপচে পড়ে বলে দাবি উদ্যোক্তাদের।
মমতার ট্যুইট:
ঘটনার শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা, মৃত ৩। ভিড়ের চাপে ও গরমে অসুস্থ হয়ে এক মহিলা-সহ ৩ জনের মৃত্যু।‘ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সুপার, জেলাশাসক, সমস্তরকম সাহায্য করা হচ্ছে’, বলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর তৃণমূল নেতার