সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাস্তার এপারে দিলীপ ঘোষ, ওপারে তাপস রায়। বরানগরের টবিন রোডে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে মুখোমুখি তৃণমূল বিধায়ক তাপস রায় ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজনৈতিক সৌজন্য বজায় রেখেও তাপস রায়কে উদ্দেশ্য করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। পাল্টা বিজেপি সাংসদকে ঘর সামলাবার পরামর্শ বরানগরের তৃণমূল বিধায়কের।


সৌজন্যের ছবি:
একই সময়ে, রাস্তার একপাড়ের মঞ্চে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, আরেক পাড়ের মঞ্চে তৃণমূল বিধায়ক তাপস রায়। মঙ্গলবার বরানগরে দুই নেতার সৌজন্য এবং সংঘাত দুইয়েরই সাক্ষী থাকলেন দর্শকরা। মঞ্চে দিলীপের বক্তব্য শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন তাপস রায়। দিলীপও শুভেচ্ছা জানান তাপসকে। মঞ্চ থেকেই নেমেই অবশ্য পরস্পরের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন তাঁরা। মঙ্গলবার টবিন রোডে বিজেপি প্রভাবিত লোটাস রিক্রিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন দিলীপ ঘোষ। সেই সময়েই রাস্তার ঠিক উল্টোপাড়ে তৃণমূল প্রভাবিত একটি পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তাপস রায়। দিলীপ ঘোষ যখন রাস্তার একপাড়ের মঞ্চে বক্তব্য রাখছেন, তখন উল্টোদিকের মঞ্চে মাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে, অপেক্ষা করতে দেখা যায় তাপস রায়কে। কিছুক্ষণ পর খানিকটা রসিকতার সুরেই, বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে, বলে ওঠেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেন, 'সব কথা এখানে বলে দিও না। আরও অনেক জায়গায় যেতে হবে তো।' উত্তরে দিলীপ ঘোষের দিক থেকেও আসে সহাস্য উত্তর। তিনি বলেন, 'আমি শেষ করলে আপনি শুরু করবেন তাপসদা। আমি আগে শুরু করেছি। পাঁচ মিনিটে শেষ করব। আমার বন্ধু তাপস রায় এসেছেন। তাঁকে বিজয়া, দীপাবলির শুভেচ্ছা জোড় করে।'


শেষপাতে কটাক্ষ:
তবে শুরুটা সৌজন্য দিয়ে হলেও, শেষ অবধি সংঘাত এড়ানো যায়নি। মঙ্গলবার মঞ্চের ওপর থেকে তাপস রায়কে শুভেচ্ছা জানালেও, মঞ্চ থেকে নেমে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। জবাবে পাল্টা দিতে ছাড়েননি বরাহনগরের তৃণমূল বিধায়কও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তাপসদা আমার সঙ্গে সৌজন্য রাখে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে রাখেন না। তাপসদা ভদ্র লোক, বন্ধুত্ব আছে, উনি সৌজন্যতা দেখিয়েছেন। আমার বক্তব্য শুরু হওয়ার পর উনি দাঁড়িয়েছিলেন। এই সৌজন্যতা বাকিরা দেখে শিখুক'। পাল্টা তাপস রায় বলেন, 'দিলীপ চাচা আপনা প্রাণ বাঁচা। নিজেদের ঝমেলা থামা। বাংলায় যে সৌজন্যতা আছে আজকে ওদের আমরা দেখিয়ে দিয়েছি।'


আরও পড়ুন: সিবিআই স্ক্যানারে অনুব্রতর লটারি-জয়, কে কিনেছেন টিকিট? চলছে খোঁজ