রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মল্লিকপুরের কাছে নতুন পাড়ায় একটি অফিস চালাচ্ছিল প্রতারকরা। গোপনসূত্রে খবর পেয়ে সম্প্রতি এই কল সেন্টারে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় ছয় জনকে। 


গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ প্রতিনিধি দল হানা দেয় এক ভুয়ো কল সেন্টারে. ঘটনাটি ঘটেছে কল সেন্টারে নামে মানুষকে প্রতারণা করার ফাঁদ পাতা হত, সেখানে অভিযান চালিয়ে মোট ছয় জনকে গ্রেপ্তার করে বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের এস আই রিজু জ্জামান হোসেন। 


রাজা খান বয়স ২১, কুড়ি বছরের মহম্মদ মুশিদ, ২১ বছরের সোয়েব হোসেন, কুড়ি বছর বয়সী প্রিন্স নস্কর, ১৯ বছরের এস কে নিয়াজ এবং ১৮ বছরের আবু তাহা নাসির। এদের মধ্যে বেশিরভাগই মল্লিকপুরের বাসিন্দা। 


কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ, নয়টি মোবাইল ফোন এবং আরও বেশকিছু সরঞ্জাম। এরা সকলেই একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশে বসবাসকারীদের টার্গেট করত। এই ঘটনায় বারুইপুর থানায় ৪১৯, ৪২০, ৪০৬ আই পি সি  এবং ২০ & ২১ ইন্ডিয়ান টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ এবং ৬৬ডি তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।