অযোধ্যা  : অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে আজ অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। 



মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর ও অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন করবেন মোদি। এরপরই প্রধানমন্ত্রীর মেগা রোড শো। তাঁকে একবার দেখার জন্য উপচে পড়া ভিড়। উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। সকলকে হাত নেড়ে অভিবাদন জানালেন তিনি।  রোড শোয়ের পর করবেন জনসভা। শনিবার প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।                                                                              


অযোধ্যা সফরে মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই  করেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। তার মধ্যে একটি পাবে বাংলাও। অযোধ্যায় ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি অমৃত ভারত পেয়েছে বাংলা। মালদা থেকে ব্য়াঙ্গালোর। ৪৩ ঘণ্টায় মালদা টাউন স্টেশন থেকে ব্য়াঙ্গালোরে পৌঁছবে ট্রেনটি। ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আপাতত সপ্তাহে একদিন শনিবার চলবে মালদা-অমৃত ভারত এক্সপ্রেস।           


পাশপাশি, সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করেন নরেন্দ্র মোদি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন সাধু সন্তরা। করা হয় পুষ্পবৃষ্টি।