সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মিডডে মিলের (Midday Meal) চালে কিলবিল করছে পোকা। সেই চাল আর পোকায় খাওয়া ডাল দিয়ে রান্না হচ্ছে শিশুদের খাবার! আইসিডিএস কর্মীদের দিকে সেই চাল-ডাল ছুড়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ভুল স্বীকার আইসিডিএস কর্মীর। কোনও অভিযোগ পাইনি, জানালেন বিডিও।                                                                


কখনও মিড ডে মিলে ডালের বালতিতে সাপ! কখনও মজুত চালে মরা টিকটিকি, ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে মিলেছে টিকটিকি! বাদ যায়নি আরশোলাও!


কোথায় কোথায় সমস্যা?



  • চালে মরা টিকটিকি, ইঁদুর, চাঁচল 

  • মিড ডে মিলে 'টিকটিকি', পাঁশকুড়া

  • মিড ডে মিলে আরশোলা, চন্দ্রকোণা


এবার সামনে এল এরকম চাল ও ডাল! একেই বোধহয় বলে, বজ্র আঁটুনি ফস্কা গেরো। হাজার হুঁশিয়ারি, কড়া বার্তা আর সতর্কতাই সার! মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা। পোকায় খেয়ে শেষ করে ফেলেছে ডাল। হাঁড়িতে বসানো হয়েছে ভাত। যে গরম ভাতের গন্ধে চনমনিয়ে ওঠে খিদে, সেই ভাতেও ভাসছে পোকা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের চাঁপাপুকুর দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এরপরেই অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন আইসিডিএস কর্মী।


প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করলেও, পরে ভুল স্বীকার করে নেন আইসিডিএস কর্মী। আইসিডিএস কর্মী রিনা মজুমদারের সাফাই, চাল ঝেড়ে নেওয়া হয়েছে তারপরেও পোকা আছে কী করব। বিডিও অফিসকে জানানো হয়নি এটা ভুল হয়েছে। তিনি এই বিষয়টা ভিডিও অফিসকে জানাবেন। 


পড়ুয়াদের পুষ্টিতে নজর দিতে মিড ডে মিলে মুরগির মাংস থেকে মরসুমি ফল দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। স্কুল শিক্ষা দফতরের তরফে দেওয়া হয় বিজ্ঞপ্তিও। 


এর পরই দেগঙ্গার একটি সকুলে অভিযোগ ওঠে, পড়ুয়াদের হাতে ডিম- কমলালেবু দিয়ে, ছবি তুলে, আবার তা ফিরিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক! মিড ডে মিলের টাকা আটকে রাখার অভিযোগ নিয়ে চলছে রাজ্য-কেন্দ্র তরজা। এই প্রেক্ষিতে ফের সামনে এল শিশুদের খাবার নিয়ে উদাসীনতা, আর অবহেলার এই ছবি! এ নিয়ে বসিরহাট ২নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, তাঁর কাছে এ রকম কোনও অভিযোগ আসেনি।