সমীরণ পাল, ঠাকুরনগর : ঠাকুরনগরে ঠাকুর Vs ঠাকুর। এই ছবি দেখতেই বহু বছর ধরে অভ্যস্ত বাংলা। ঠাকুর নগর দুই ঠাকুর শিবিরে বিভক্ত। শান্তনুপন্থী ও মমতাবালাপন্থীরা সব সময়ই যুযুধান। একই পরিবারের মানুষ হয়েও শানিত আক্রমণই করে গিয়েছেন তাঁরা। এমনকী, বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মমতাবালার মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁকেই পরে বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল। ভোটের প্রচারেও বারবাস উঠে আসে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। কিন্তু এবার বারুণী মেলায় মুছল মাঝের রেখা।
কিন্তু ছাব্বিশের আগে মতুয়া ভোট নিয়ে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে ? এবার মতুয়া বাড়িতে সংঘাতের বদলে সমন্বয়ের ছবি সকলের নজর কাড়ল। দ্বন্দ্ব ভুলে একসঙ্গে বারুণী মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এর আগে ২০২২ সালেও বিভেদ সরিয়ে একসঙ্গে মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিল মতুয়াবাড়ির দুই যুযুধান শিবির। এবারও দেখা গেল সমন্বয়ের ছবি। এমনকী, মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে।
বারুণী মেলাকে কেন্দ্র করে ঠাকুরনগরে মতুয়া বাড়িতে বহু ভক্তের সমাগম হয়। গতকাল, বুধবার মতুয়া বাড়িতে যান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকরা। বৃহস্পতিবার মতুয়া বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুণী মেলা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বারুণী মেলা মতুয়াদের ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবারের মতো এবারও পুণ্যস্নানের জন্য এখানে আসছেন বিপুল সংখ্যাক ভক্তরা। বাইরে থেকে আসা ভক্তদের কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। রাজ্যের বাইরে থেকেও অনেক মতুয়া ভক্ত আসেন মেলায়। সে-কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত। মেলা চলবে সাতদিন ধরে। মেলার দিনগুলিতে মোট ৮ টি লোকাল ট্রেন এবং ৪ টি বিশেষ মেল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল।
রাজ্যের ৭০টিরও বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর। তাই ডান-বাম সব দলই সব সময় মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করে। এখন মতুয়া ভোট মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে বিভক্ত! তবে ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ঠাকুরবাড়ির এই সমীকরণ কী অন্য বার্তা দিচ্ছে ?