সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ব্য়ারাকপুর পুরসভায় মিউটেশন (Scam in Mutation) নিয়ে মিলল দুর্নীতি চক্রের হদিশ মিলল। অভিযোগ, দেড় লক্ষ টাকার রশিদ জাল করে পুরসভার অ্য়াকাউন্টে ভুয়ো লেনদেন দেখানো হয়েছে। ঘটনায় পুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্য়ান মলয় ঘোষ। 


উত্তর ব্য়ারাকপুর (North Barrackpore Municipality) পুরসভার মিউটেশনের রশিদ জাল করার অভিযোগ। ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান। উত্তর ব্য়ারাকপুর পুর এলাকার এই বাড়ির মিউটেশন বাবদ পুরসভার অ্য়াকাউন্টে দেড় লক্ষ টাকা জমা পড়েছে বলে দেখানো হয়েছে। কিন্তু, পুরসভার অ্য়াকাউন্টে আদৌ কোনও টাকাই জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে মাখনলাল বিশ্বাস নামে ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার নামে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্য়ারাকপুরের পুর প্রধান। 


কী বলছেন পুরসভার চেয়ারম্যান?
উত্তর ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল নেতা মলয় ঘোষ বলেন, 'একটা মানি রিসিট নিয়ে আসে ১ লক্ষ ৫০ হাজার টাকা। পুরসভায় জমা করা একটা মানি রিসিট। যে মানি রিসিটের পরিবর্তে পুরসভায় কোনও টাকা জমা পড়েনি। ভুয়ো মানি রিসিট। মানি রিসিট নিয়ে মাখন লাল বিশ্বাসের নামে একটা অভিযোগ দায়ের করেছি।'


যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্ত মাখনলাল বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি। যে বাড়ির মিউটেশন নিয়ে বিতর্ক, সেটি উত্তর ব্য়ারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযুক্ত এবং ফেরার। 


প্রশ্ন কোথায়?
পুরসভার মিউটেশনের জাল রশিদ কে বা কারা বানাল? এটা কি কোনও চক্রের কাজ? এমন আরও ঘটনা ঘটিয়েছে কি কোনও চক্র? ব্য়ারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, 'তিনি সেটা পেলেন কোথা থেকে? কোনও অসাধু চক্র কাজ করছে যারা জাল মিউটেশন সার্টিফিকেট ওই লোকটার হাতে ধরিয়েছে। কারা কারা জড়িত? এই ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটি অন্য় ঘটনায় গ্রেফতার হয়েছেন। তার সঙ্গে উনি জড়িত আছেন কিনা বা পুরসভার কোনও কর্মী এই কাজ টাকা নিয়ে করছেন কিনা দেখা উচিত।'


পুলিশ সূত্রে খবর, জাল নথি তৈরি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ