সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সকালে ছিল চাষের জমি। রাত পেরোলেই দেখা গেল সেখানে থেকে বেবাক সাফ মাটি। বারাসত ২ নম্বর ব্লকের বীরপুর এলাকার ঘটনা। 


বীরপুর এলাকায় রাতের অন্ধকারে চাষের জমি থেকে দিনের পর দিন মাটি চুরি করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এভাবে মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। তা নিয়ে প্রতিবাদ জানালেও কোনও কাজ হয়নি। উল্টে মাটি মাফিয়ারা কৃষকদের হুমকি দেয় বলে অভিযোগ।


বচসা-মারপিট:
এই ঘটনাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাটি মাফিয়াদের সঙ্গে বচসা শুরু হয় কৃষকদের। বচসা থেকেই শুরু হয় মারপিট। মাটি যাঁরা কাটছিলেন তাঁদের উপর চড়াও হন কৃষকরা। ওই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বীরপুর সবজি বাজার এলাকা। কৃষকদের প্রতিরোধের মুখে পড়ে মাটি কাটার সঙ্গে যুক্তদের প্রায় সবাই পালিয়ে গেলেও একজনকে আটক করেন কৃষকদের অনেকে। তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে কৃষকদের একাংশের বিরুদ্ধে। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে।


এখানেই সমস্যা শেষ হয়নি। কৃষকরা প্রতিরোধ করায় পরে তাঁদের উপরে মাটি মাফিয়ারা হামলা চালায় বলে অভিযোগ। সবজি বাজারে ভাঙচুর চালানো হয় বলে কৃষকদের তরফে অভিযোগ। সবজির দোকানে লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বেআইনিভাবে পুকুর ভরাট, নদীর চর থেকে বালি তোলার মতো ঘটনার অভিযোগ বারবার উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। কখনও বীরভূম, কখনও মালদা, আবার কখনও উত্তর ২৪ পরগনায় দেখা গিয়েছে এমন ঘটনা। 


গত বছরে উত্তর ২৪ পরগনার ভাটপাড়াতেই বেআইনিভাবে পুকুর বোজানোর অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বুজিয়ে ফেলা হচ্ছে আস্ত একটা পুকুর। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই আতপুর নতুন পাড়ায় শুরু হয় জমি মাফিয়াদের দাপট । কেউ বা কারা অল্প কিছুদিনের মধ্যেই প্রায় দু’বিঘা আয়তনের এই পুকুরের অনেকটাই বুজিয়ে ফেলেছে।


অভিযোগ উঠেছিল বীরভূমেও। সেখানে কোপাই নদীর পাড় থেকে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ ছিল, বেআইনি কারবারের পিছনে তৃণমূলের মদত রয়েছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিল তৃণমূল।


আরও পড়ুন: দিদির দূত কর্মসূচিতে গিয়ে দলের কর্মী ও গ্রামবাসীরদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক