সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নির্বাচনের আগে ফের সামনে এল পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের ঘটনা। সেখানেও উঠল কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত।


কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল প্রধান, এমনটাই অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই বৃহস্পতিবার তদন্ত শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পঞ্চায়েত গঠনের বার্তা দিয়ে রাজ্যজুড়ে দু'মাসব্যাপী জনসংযোগ যাত্রায় নেমেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই তৃণমূল পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগে শুরু হল প্রশাসনিক তদন্ত। 


কী কী অভিযোগ:
স্থানীয়দের অভিযোগ, পুকুর খনন থেকে রাস্তা নির্মাণ, বাঁধ সংস্কার কাজ হয়েছে নামমাত্র। অথচ খাতায় কলমে পুরো কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, প্রশাসনের বিভিন্ন মহলে এবিষয়ে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার এলাকায় তদন্তে যান বসিরহাট মহকুমা ও হিঙ্গলগঞ্জ ব্লকের ৪ জন আধিকারিক। বিভিন্ন কাজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা।


বসিরহাটের মহকুমাশাসক মৌসম মুখোপাধ্যায় বলেন, 'যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে একটা দুর্নীতির অভিযোগ পেয়েছিলাম। সেই মতো তদন্তে গিয়েছিলেন অফিসাররা। আজ ছুটি। এখনও তদন্ত রিপোর্ট জমা পড়েনি। খতিয়ে দেখা হবে।' পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।


রাজনৈতিক তরজা:
হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা গোবিন্দ অধিকারী বলেন, 'পঞ্চায়েত প্রধান এলাকায় কোনও কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।'হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা নগেন্দ্রনাথ বৈদ্য বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তদন্ত রিপোর্ট সামনে এলেই সব স্পষ্ট হবে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে প্রধানের পাশেই দাঁড়িয়েছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক। স্থানীয় বিধায়ক বলেন, 'এই অভিযোগের কোনও ভিত্তি নেই। যিনি অভিযোগ করেছেন তিনি পঞ্চায়েতের কাজের সম্পর্কে কিছুই জানেন না। কাজের আগে ফলক বসানো হয়। কিন্তু সেই কাজের এখনও টাকাও বরাদ্দ হয়নি। দুর্নীতির কিছু নেই এর মধ্যে।' খোদ বিধায়ক শুরুতেই ক্লিনচিট দেওয়ার পর, প্রশাসনিক তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?