সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় ফের বোমাবাজি। গতকাল রাতে ১৭ নম্বর ওয়ার্ডে বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়ির সামনে বোমাবাজি হয়। বোমার স্প্লিন্টারে জখম হন ৪ জন। আহতদের ৩ জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন নার্সিংহোমে চিকিত্সাধীন। দুষ্কৃতীদের গন্ডগোলের জেরেই বোমাবাজি বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। নৈহাটি থেকে ভাটপাড়া, কাঁকিনাড়া থেকে ব্যারাকপুর, প্রায় সর্বত্রই একই ঘটনা ঘটছে। তা নিয়ে তুমুল তরজা চলছে শাসক-বিরোধীর। 


আমডাঙায় বোমা উদ্ধার:
পঞ্চায়েত ভোটের আগে এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমা উদ্ধার। আজ সকালে নীলগঞ্জ রোডের ধারে বাগানের মধ্যে থেকে ২টি তাজা বোমা উদ্ধার হয়। ব্যাগে বোমা দেখতে পেয়ে আমডাঙা থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে বোমা ২টি উদ্ধার করে।


দুর্গাপুরেও বোমা:
দুর্গাপুরে বিএমএসের পার্টি অফিসে 'পেট্রোল বোমা'। এবিভিপির বৈঠকের পর পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ উঠল। জানলা দিয়ে 'পেট্রোল বোমা' ছোড়ার অভিযোগ। পার্টি অফিসের একাংশে  আগুন ধরে যায়। 


সিপিএমের প্রতিক্রিয়া:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'বিয়েবাড়িতেও লোকে আনন্দ করতে পারবে না। ওখানে আনন্দ করতে গেলেও বোমা-স্প্লিন্টার, আহত, হাসপাতাল। একের পর এক ঘটনা ঘটছে। তৃণমূলের রাজত্বে যত বড় দুষ্কৃতী, তত বড় নেতা। শাসক দল, পুলিশ এবং দুষ্কৃতী মিলিয়ে সিন্ডিকেট চলছে।'


তৃণমূলের পাল্টা দাবি:
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'এই সমস্তটাই একটা চিত্রনাট্যের অংশ। ষড়যন্ত্রের অংশ। সিপিএমের প্রযুক্তি এবং বিজেপির টাকা। বোমা তৈরি হচ্ছে, বন্দুক আনা হচ্ছে। সেই বোমা মাঠে-ঘাটে রেখে দেওয়া হচ্ছে। বোমা উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই বিরোধী দল পশ্চিমবঙ্গকে অশান্ত করতে নেমেছে।'

বিজেপির কটাক্ষ:
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'ব্যারাকপুর-সহ গোটা উত্তর ২৪ পরগনায় দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। বিয়েবাড়ি পর্যন্ত মুক্ত নয়। সেখানে বোমার স্প্লিন্টারে জখম হচ্ছেন। এই এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক। জোরদার তল্লাশি চালানো হোক। তাহলে আরও কিছু মানুষের প্রাণ বাঁচানো যাবে। আরও কিছু মানুষকে আহত হওয়ার হাত থেকে বাঁচানো যাবে। যেভাবে চারিদিক থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোটের কথা ভাবলে কপালে ভাঁজ পড়ছে।'


আরও পড়ুন: নিয়োগ মামলায় উত্তর দিনাজপুরের ৪০ জনকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের