সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ায় ১৪ দিনের সদ্যোজাতকে চুরির অভিযোগ। আয়ার পরিচয়ে বাড়িতে ঢুকে শিশুকে চুরি করে ওই মহিলা পালিয়ে যান বলে দাবি। অভিযুক্ত আয়া-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। নদিয়ার তেহট্ট থেকে উদ্ধার করা হয়েছে শিশুপুত্র। শিশু-পাচার চক্রের নেপথ্য়ে বড়সড় কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ (Baduria Police Station)।
বাদুড়িয়ায় শিশুপাচার চক্রের (Child Trafficking) হদিশ। ১৪ দিনের শিশুকে অপহরণের অভিযোগ। শিশু চুরির অভিযোগে, ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তাহ দুয়েক আগে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একটি নার্সিংহোমে পুত্রসন্তানের জন্ম দেন এই গৃহবধূ। সেই নার্সিংহোমেই (Nursing Home) তাঁর সঙ্গে আলাপ হয় এক আয়ার। অভিযোগ, শিশুকে নিয়ে বাড়ি চলে আসার কিছুদিন পর, সেই আয়া ফোনে যোগাযোগ করেন। গত শুক্রবার প্রসূতির বাড়িতে আসেন ওই আয়া। রাতে হঠাৎ করে বেপাত্তা হয়ে যায় শিশু। খোঁজ মিলছিল না আয়ারও।
সন্তান উদ্ধারের পর মুখে স্বস্তির হাসি মায়ের। তাঁর অভিযোগ, ও আমার বাচ্চাকে বেশি কোলে নিত। বলে তোমার নাম্বারটা দাও। বলে ওর ওপর মায়া পড়ে গেছে। আমি বাড়ি চলে যাওয়ার পর ফোন করেছে। বলে ওখানে আর কাজ করব না। বলে এসে দেখে যাবে। এসে তিনদিনের দিন ছেলেকে নিয়ে পালিয়েছে।
শনিবার বাদুড়িয়া থানায় গোটা বিষয়টি জানায় পরিবার। এর ২৪ ঘণ্টার মধ্য়েই, রবিবার সকালে, নদিয়ার তেহট্ট থেকে উদ্ধার করা হয় শিশুকে। শিশুপাচার চক্রে জড়িত সন্দেহে, তেহট্টের বাসিন্দা অভিযুক্ত আয়া পারভিনা ওরফে টুম্পা সরকার, অরূপ সরকার ও মণিরুল মণ্ডল নামে মাটিয়ার বাসিন্দা এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত আয়া যেখানে কাজ করতেন, সেই নার্সিংহোম কর্তৃপক্ষ এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি।
আরও পড়ুন- শাহ আসছেন, অথচ জানেনই না দিলীপ! বৈঠকে অনুপস্থিত সুকান্তও, বঙ্গ BJP-তে অন্তর্দ্বন্দ্ব?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন