সমীরণ পাল, বারাসাত : ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ (Police Inaction Allegation)। বিধাননগর কমিশনারেটের পর এবার বারাসাত পুলিশ জেলা। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া যুবকের বিরুদ্ধে নৃত্যশিল্পীকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ (Rape Allegation)। থানা অভিযোগ নিতে চায়নি, দাবি অভিযোগকারিণীর। মামলা রুজুর আশ্বাস পুলিশের।


বাগুইআটিকাণ্ডের (Baguihati Kidnap and Murder Incident) রেশ কাটার আগেই ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারাসাত পুলিশ জেলার (Barasat Police District) বিরুদ্ধে। ধর্ষণ-মামলা রুজু না করার অভিযোগ করেছেন নির্যাতিতা এক নৃত্যশিল্পী। অভিযোগকারিণীর চরিত্র নিয়ে কটাক্ষের অভিযোগ উঠেছে পুলিশের (Police) বিরুদ্ধে। অভিযোগকারিণী উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাসিন্দা।


ঠিক কী অভিযোগ


মহিলার দাবি, বছর দেড়েক আগে বারাসাতের এক যুবকের সঙ্গে সোশাল মিডিয়ায় (Social Media) আলাপ হয়। বাড়িতে যাতায়াত শুরু হলে ওই যুবকের স্ত্রীকে পর্ন শ্যুট করতে দেখে ফেলেন তিনি। মহিলার অভিযোগ, এরপর তাঁকে ধর্ষণ করেন ওই যুবক। তার ভিডিওগ্রাফি করেন যুবকের স্ত্রী। নির্যাতিতার অভিযোগ, সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল (Blackmailing) করে তাঁর কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা আদায় (Extortion) করেন ওই দম্পতি। এরপর ভয় দেখিয়ে নৃত্যশিল্পীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 


পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ


এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতা। তাঁর দাবি, ১২ অগাস্ট বারাসাত মহিলা থানায় (Barasat Women's Police Station) গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। অভিযোগকারিণীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে লিখিত অভিযোগ নিলেও মামলা রুজু হয়নি। বিষয়টি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান বলে দাবি নির্যাতিতার। এমনিতেই বাগুইআটিতে দুই ভাইকে অপহরণ ও তারপর খুনের অভিযোগ এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। পুলিশ মর্গে দেহ দীর্ঘদিন পড়ে থাকলেও কোনও খোঁজ থাকা নিয়ে প্রবল প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ঘিরে। এর মাঝেই সামনে আসা নতুন অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।


অভিযোগ অস্বীকার পুলিশের


নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবকের স্ত্রীও নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এদিকে, পর্ন ভিডিও চক্র কি বারাসাতেও সক্রিয়, এই প্রশ্নও উঠেছে। 


আরও পড়ুন- 'সম্পূর্ণ মিথ্যে অভিযোগ' বিবৃতি জারি করে অভিযোগ অস্বীকার সিআইডি, দেবযানীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার দাবি