সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতারণার চক্র ফাঁস। ব্য়াঙ্ক অ্যাকাউন্ট তৈরির নাম করে ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ। আর সেই অভিযোগে, গ্রেফতার টালিগঞ্জের এক MBA পাস যুবক। ধৃতের নাম ধীমান ভট্টাচার্য।
অভিযোগ, ওই ব্যক্তি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে দেওয়ার টোপ দিয়েছিল। অ্যাকাউন্ট বানিয়ে দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য হাতানো হয়। সেই তথ্য দিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা। মেদিনীপুরের এক ব্যক্তির অভিযোগে হানা ব্যারাকপুর সাইবার ক্রাইম শাখার। বিধাননগরের একটি হোটেল থেকে পাকড়াও প্রতারক।
সোশ্য়াল মিডিয়ায় পাতা ফাঁদ
প্রতারণা করতে ফাঁদ পাতা হয়েছিল ফেসবুকে। সোশ্যাল মিডিয়া একটি গ্রুপের মাধ্যমে পরিচয় হয়, তাতেই প্রতারকদের ফাঁদে জড়িয়ে যান মেদিনীপুরের বাসিন্দা ওই ব্য়ক্তি।
কী ফাঁদ?
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে প্রচার করা হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিলে আর্থিক লাভ হবে। সেই ফাঁদেই পা দেন মেদিনীপুরের ওই ব্য়ক্তি। ফ্রেব্রুয়ারি মাসে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, ২৫ জানুয়ারি ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া একটি হোটেলে অভিযুক্তের সঙ্গে দেখা করেন ওই ব্য়ক্তি। সেখানে তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। একদিনেই তাঁর অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যায় ১ কোটি টাকা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ওই বিজ্ঞাপন দেখে তারপর দেখা করে ব্য়াঙ্ক সংক্রান্ত তথ্য দিয়ে ফেলেছিলেন। তারপর কোনও একটি লিঙ্কে ক্লিক করে ব্য়াঙ্কের তথ্য দিয়ে দেন ওই ব্যক্তি। তারপরেই এই প্রতারণা। সূত্রের খবর, গেমিং অ্যাপ সংক্রান্ত বিষয়ে টাকা লেনদেন হয়।
পুলিশ সূত্রের খবর, গত পরশুদিন বিধাননগর পূর্ব থানা এলাকার কোনও হোটেল থেকে গ্রেফতার করা হয় সাইবার অপরাধে অভিযুক্ত ধীমান ভট্টাচার্যকে। সূত্রের খবর, আগে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন অভিযুক্ত। তারপর জড়িয়ে পড়ে এই সাইবার ক্রাইমের সঙ্গে। এই অপরাধের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন। গোটা চক্র কোথায় কোথায় কাজ করছে। এই চক্রের পিছনে কোনও বড় মাথা রয়েছে কি না তার খোঁজ শুরু করেছে পুলিশ। সেই মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এই রোদ, এই ঝমঝমিয়ে বৃষ্টি! সপ্তাহান্তে কোন কোন জেলা ভাসবে?