সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় একাধিক পোস্টার পড়ল। পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, নুসরত জাহানকে (Nusrat Jahan) এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।


লোকসভা নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও দেরি রয়েছে। তার আগেই প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় নেতৃত্বকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে রাখল বসিরহাটের তৃণমূল (TMC) কর্মীদের একাংশ ! বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় পড়ল একাধিক পোস্টার। তাতে লেখা, ২০২৪ -এ বসিরহাট লোকসভা কেন্দ্রে কোনও বহিরাগত, অভিনেতা বা অভিনেত্রী চাই না। শিক্ষিত, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত ভূমিপুত্রকে সাংসদ হিসেবে দেখতে চাই। পোস্টারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।  


আর এই পোস্টার নিয়ে সরগরম বসিরহাটের রাজনীতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, সাংসদ হওয়ার পর নুসরতকে এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। আর নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি (BJP)। 


হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা বাহার আলি মোল্লা বলেছেন, 'গতবার যিনি প্রার্থী ছিলেন। তার জায়গায় একটা ভাল প্রার্থী চেয়েছে। আমরা চাইব ভাল ব্যক্তি। ভালো কাজের মানুষ দিক পার্টি। কীভাবে কাজ করতে হবে তা নিয়ে যোগাযোগ হয় না'। পাল্টা বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, 'সাংসদ কোন কাজ করেনি বলে তৃণমূলের কর্মীরা পোস্টার দিচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে'।


সবমিলিয়ে লোকসভা ভোটের আগে বসিরহাটে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার ঘিরে অস্বস্তিতে তৃণমূল।                                                                                                 


আরও পড়ুন- শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন'বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।