কলকাতা: এক সপ্তাহ পর সন্তানকে কাছে পেলেন বাসন্তী পাণ্ডে। বাবা মায়ের কাছে ফিরল একরত্তি। প্রমাণিত হল বিরাটি স্টেশনে শিশু চুরির অভিযোগ (Birati Child Trafficking) নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। নানা ঝামেলা শেষে চাইল্ড লাইন থেকে সন্তানকে নিয়ে ফিরলেন বামনগাছির মুরালি এলাকার বাসিন্দা বাসন্তী। 


বাড়ির ফিরল একরত্তি: গত বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ওঠেন বাসন্তী পাণ্ডে নামে ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি ব্যাগ। ব্যাগের মধ্যে কিছু নড়াচড়া করছিল ও ব্যাগ থেকে কান্নার আওয়ার আসছিল বলে দাবি করেন যাত্রীদের একাংশ। সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয় মহিলা কামরায়। ছেলেধরা সন্দেহে মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত দেখা গেল বাসন্তী পাণ্ডেই ওই শিশুর মা। ঘটনার দিনই মহিলাকে জিজ্ঞাসাবাদের পরে বারাসতের জিআরপি জানায়, শিশু চুরির নামে গুজব রটানো হয়। ব্যাগের মধ্যে কোনও শিশু ছিল না। ব্যাগের মধ্যে তার জামাকাপড় ছিল।চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন ওই মহিলা। শিশুটি তাঁর নিজের।


কী ঘটেছিল? 


ওইদিন সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড ঘটে। চলন্ত ট্রেনে ব্যাগবন্দি করে শিশুকে নিয়ে যাওয়ার গুজব ছড়ায়। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই মহিলাকে মারধরের অভিযোগ ওঠে যাত্রীদের একাংশের বিরুদ্ধে। মারধর করা হয় ট্রেনের মধ্যে। ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছলে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। তখন মহিলার কোলেই ছিল শিশুটি। মহিলার শাস্তির দাবিতে বিরাটি স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীদের একাংশ। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। 


গত কয়েকদিনে উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জায়গায় শিশুর চুরির গুজব রটেছে। রাজ্যের নানা প্রান্তে ছেলেধরার অভিযোগে গণপ্রহারের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় নেমে আক্রান্ত হতে হয় পুলিশকেও। গুজব নিয়ে সতর্কতামূলক প্রচারের পাশপাশি গুজব ছড়ানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই আবহেই শিশুর চুরির অভিযোগে ধুন্ধুমার কাণ্ডে বাধে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: WB College Admission: কেন্দ্রীয় পোর্টালে বিপুল সংখ্যক আবেদন, ভিন রাজ্যের পড়ুয়াদের স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী