সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোটের (Panchayat Election 2024) ফলে জয়জয়কার। আর ফল বেরোনোর পর দলবদলের হিড়িক। সবমিলিয়ে আরও শক্তিশালী ঘাসফুল শিবির। এবার বনগাঁর রণঘাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল (TMC)। বিজেপির পঞ্চায়েত সদস্যা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। আর বিজেপির পঞ্চায়েত সদস্যার দলবদলেই ম্যাজিক ফিগারে পৌঁছল তৃণমূল। তৃণমূল ভয় এবং লোভ দেখিয়ে দলবদলে বাধ্য করছে, দাবি বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতা গ্রামের সদ্য জয়ী পঞ্চায়েত সদস্যা রুমা মন্ডল। মঙ্গলবার বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন,  আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাকে আকৃষ্ট করত, কিন্তু তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপি থেকে জয়লাভ করে তৃণমূলে যোগ দিলাম।


রণঘাট গ্রাম পঞ্চায়েতে (Panchayat Election 2023) মোট আসন ৩০ টি। পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপির দখলে আসে ১২ টি এবং সিপিএম জয়ী হয় ৩ টি আসনে । ফলে তৃণমূলের ম্যাজিক ফিগার এর জন্য প্রয়োজন ছিল এক জন সদস্য। এদিন বিজেপি সদস্যা  রুমা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছল তৃণমূল। তাদের পঞ্চায়েত সদস্য ১৫ থেকে বেড়ে হল ১৬ জন। বিজেপির এক জন কমে হল ১১। 


রণঘাট পঞ্চায়েত দখল প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা দরজা খুলে দিলে বিজেপির কিছু থাকবে না। কিন্তু আমরা সবাইকে নেব না, বেছে বেছে নেব। সাংগঠনিক জেলায় ৫৩ টি পঞ্চায়েতের মধ্যে ৫৩ টিই আমাদের হবে শুধু সময়ের অপেক্ষা। পাল্টা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, ওই পঞ্চায়েত সদস্যকে তৃণমূল ভয় এবং লোভ দেখিয়ে নিয়েছে। ওর সঙ্গে একটা কর্মীও যাবে না। লোকসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে।                       


আরও পড়ুন- সর্বোচ্চ কত ওজন নিয়ে উঠতে পারবেন মেট্রোয় ? কী কী নিয়ে ওঠা নিষেধ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন