সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তৃণমূল বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে এলে, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায় কংগ্রেস (Congress) নেতার মন্তব্য ঘিরে বিতর্ক। তৃণমূলকে রুখবে পদ্ম। কাগুজে বাঘ কংগ্রেস। হুঁশিয়ারি দিয়েছে বিজেপি (BJP)। বিরোধীদের হুঙ্কারে লাভ হবে না কিছুই। কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।


কংগ্রেসের নিশানায় তৃণমূল


পঞ্চায়েতে প্রতিরোধের ডাক। এবার কংগ্রেসের নিশানায় তৃণমূল। সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু ২০১৮ সালের মতো ফের সন্ত্রাসের ছবি দেখা যাবে না তো ? এই প্রশ্ন যেমন ঘুরে ফিরে আসছে, তেমনই নেতাদের গরম গরম ভাষণে তেতে উঠছে রাজনীতির পারদ। এই প্রেক্ষাপটেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপার একটি সভায় তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা গেল প্রদেশ কংগ্রেস নেতা শাদাব সিদ্দিকিকে। মঞ্চ থেকে প্রদেশ কংগ্রেস নেতার হুঁশিয়ারি, 'আগামী দিন যে পঞ্চায়েত নির্বাচন আসছে, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। লাঠি, ডান্ডা, বন্দুক, বোমা বাড়িতে রাখবেন। যদি বার করেন, কংগ্রেস পার্টির প্রত্যেকটি কর্মী তৈরি আছে তার উচিত জবাব দেওয়ার জন্য। আপনি লাঠি নিয়ে আসবেন, বন্দুক নিয়ে আসবেন, কী নিয়ে আসবেন, ভোটের দিন আমরা দেখে নেব'।


বিজেপির খোঁচা, গুরুত্বে নারাজ তৃণমূল


কংগ্রেস নেতার বক্তব্যকে ঘিরে শোরগোল শুরু হয়েছে জেলার রাজনীতিতে। এই প্রেক্ষাপটেই সিপিএম-কংগ্রেসের জোটের কথা মনে করিয়ে তাদের খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেছেন, 'কংগ্রেস নেতার এই হুমকি কাগজে লেখা বাঘের হুমকির মত। সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে বাংলায় নিজের কর্মীদের খুন করা হয়েছে ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে কংগ্রেস কোন প্রতিবাদ করেনি। গোটা রাজ্যে কংগ্রেস শূন্য হয়েছে, কেন্দ্র থেকেও শূন্য হবে। কংগ্রেস নেতার হুমকি সাধারণ মানুষকে বিভ্রান্তি করবে'।


প্রদেশ কংগ্রেস নেতার প্রতিরোধের আহ্বানকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূলও। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মফিদুল হক সাহাজি বলেছেন, 'কংগ্রেস নেতা যে কথাগুলো বলেছেন সেগুলো সন্ত্রাসবাদি বা মাস্তানদের মুখে মানায়। কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে মানায় না। কংগ্রেসের কোন অস্তিত্ব নেই তাই তাদের এই হুমকিতে তৃণমূল শঙ্কিত বা আতঙ্কিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে পঞ্চায়েত নির্বাচনে ভোট হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করবে'।


বর্তমান রাজ্য-রাজনীতিতে কংগ্রেস শক্তিক্ষয় হতে হতে তলানিতে এসে দাঁড়িয়েছে। বিধানসভায় কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। একটিও পুরসভা কিংবা জেলা পরিষদ হাতে নেই। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কী কৌশল নেয়, সেটাই এখন দেখার।


আরও পড়ুন- বারাসাত কলেজে ইউনিয়ন রুমে মদের আসর! দেখে ফেলায় টিএমসিপি-র সদস্যদের প্রাক্তন নেতাকে মারধরের অভিযোগ