সমীরণ পাল, জগদ্দল: বছরখানেক আগে এক দষ্কৃতী খুনের বদলা নিতেই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জগদ্দলে তৃণমূল নেতাকে (TMC Leader) খুন করার চেষ্টা করা  হয়। এমনই দাবি করল জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। ফের হামলা হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন আক্রান্ত শাসকনেতা। শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।


দুষ্কৃতী খুনের বদলা নিতেই হামলা? 


দুষ্কৃতী আকাশ প্রসাদের খুনের বদলা নিতেই হামলা চালানো হয়েছে তৃণমূল নেতার ওপর। প্রাথমিক তদন্তে এমনই অনুমান, জগদ্দল থানার পুলিশের। শুক্রবার নৈহাটি থেকে ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত, নিহত দুষ্কৃতী আকাশ প্রসাদের ভাই সুজল প্রসাদ-সহ  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফের আক্রান্ত হতে পারি, আশঙ্কাপ্রকাশ আক্রান্ত নেতার। রবিবার সকালে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউ আক্রান্ত হন জগদ্দল থানার পালঘাট রোডে। অভিযোগ, প্রথমে তাঁকে লক্ষ্য করে ২টি বোমা ছোড়ে ৪-৫ জন দুষ্কৃতী। তারপর ছোড়া হয় গুলি। মাটিতে বসে পড়ায় গুলি মাথায় লাগেনি। দু্কৃতীদের ছোড়া একটি গুলি তৃণমূল নেতার পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসক-নেতা। আক্রান্ত তৃণমূল নেতা চাঞ্চল্যকর দাবি করেন, জেলে বসে কেউ তাঁকে খুন করার ছক কষেছে।                            

কিন্তু কী কারণে এই হামলা?


ঘটনার দিনই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ দাবি করেন, আকাশ প্রসাদ খুনের বদলা নিতেই তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। শাসক দলের বিধায়ক সাংসদের দাবি উড়িয়ে দিলেও পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে পিটিয়ে খুন করা হয় দুষ্কৃতী আকাশকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় অশোক সাউকে। সেই ঘটনার জেরেই এই হামলা। ঘটনার জেরে আতঙ্কিত তৃণমূল নেতা। আশঙ্কা করছেন, ফের আক্রান্ত হওয়ার। পুলিশরে দাবি, তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় ৬ জন জড়িত। আগেই একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মূল অভিযুক্ত সহ ৩ জনকে ধরা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৪।                                                                  


আরও পড়ুন:  North 24 Parganas: ওড়িশায় পথ দুর্ঘটনা, কাজে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন রাজ্যের ৭ যুবক