সমীরণ পাল, খড়দা: তৃণমূলের (TMC) বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে গমগম করছে সভা। মঞ্চে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) থেকে দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy,)। কিন্তু সেই মঞ্চেরই পাশের দেওয়ালে ‘চোর’ লেখা পোস্টার চোখে পড়ল। আর এই ঘটনা ঘিরেই চাপানউতোর শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দায় (Khardaha News)।
খড়দায় তৃণমূলের সভার পাশেই ‘চোর’ লেখা পোস্টার
স্কুলে শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়েছেন।
তার জেরে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতির জমি ক্রমশ তেতে উঠছে। দোর্দণ্ডপ্রতাপ যে নেতাদের ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খেত, তাঁদের ঘিরেই উঠছে এখন নানা স্লোগান। সেই আবহেই নতুন সংযোজন এই পোস্টার।
বুধবার বিলকান্দা দু’নম্বর পঞ্চায়েতের লেলিনগড় এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল শাসকদলের। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত। সেখানে সমস্বরে স্লোগান না উঠলেও, অনুষ্ঠান মঞ্চের পাশেই পড়ল ‘চোর’ পোস্টার। সৌগত যখন মঞ্চে উঠছেন, তাঁর ঠিক পাশেই চোখে পড়ে পোস্টারটি।
ওই পোস্টারে লেখা ছিল, ‘পার্থ চোর, কেষ্ট চোর, তৃণমূলের সবাই চোর। এবার পঞ্চায়েত ভোটে স্বচ্ছ মুখেদের প্রার্থী চাই’। এ নিয়ে শোভনদেব বলেন, ‘‘পোস্টার লাগাতে যে সত্ সাহস লাগে, সেটা তাদের নেই। দলের নাম লেখেনি। লুকিয়ে লুকিয়ে লাগিয়ে দিয়ে গিয়েছে। বিজেপি-র অনেক মুখ্যমন্ত্রীর নাম তো বললাম। দুর্নীতি রয়েছে, তাঁদের বিরুদ্ধে। সিবিআই-ইডি তো যাচ্ছে না!’’
সৌগতও একি সুরে বলেন, ‘‘এত কাপুরুষ যে নিজের নাম লিখতে পারেনি। কর্মীরা বলছে, সিপিএম দিয়েছে। সবাই চোর যদি বলে আমাদের কর্মীরা রেগে যাবে।’’
তৃণমূলের সভামঞ্চের পাশে লাগানো এই পোস্টারের নেপথ্যে কারা, তার কোনও উল্লেখ চোখে পড়েনি। তবে বিরোধীদের দিকেই ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের। এ নিয়ে খড়দা ৩ নম্বর মণ্ডল সভাপতির তন্ময় গুহ বলেন, ‘‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। তাই আমরা স্লোগান তুলেছি ওয়ান টু থ্রু ফোর তৃণমূলের সবাই চোর।’’
বিজেপি-সিপিএম-এর দিকে ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের
এ নিয়ে দায় ঝেড়ে ফেলেছে সিপিএমও। বিলকান্দা এরিয়া কমিটির আহ্বায়ক নারায়ণ বিশ্বাস বলেন, ‘‘ওই পোস্টার আমরা মারিনি। তবে যে মেরেছে তাদের ধন্যবাদ জানাই। ঠিক কথাই তো বলেছে।’’ ওই পোস্টার গিরেই এখন সরগরম খড়দা।