সমীরণ পাল, শিবাশিস মৌলিক, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১। ধৃত সুজল পাসোয়ানের ৯ দিনের পুলিশ হেফাজত। নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার সুজল পাসোয়ান। উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষছিল, দাবি পুলিশের। 'তৃণমূল নেতা অশোক সাউয়ের উপর হামলার আগের দিন কলাবাগান এলাকায় বৈঠক করেছিল দুষ্কৃতীরা', ধৃত সুজল পাসোয়ানকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের। এর আগে এই মামলায় কউসর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল।
কসবা-কাণ্ডে যখন ধৃতের বিহার কানেকশনের অভিযোগ উঠছে, তখন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ যোগের আশঙ্কা করছে পুলিশ। কারণ তৃণমূল নেতা খুনে এবার নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ২। পুলিশের দাবি, উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষছিল সুজল।
শহর থেকে শহরতলি, কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা,একের পর এক হাড় হিম করা ঘটনা। খাস কলকাতায় যখন দুষকৃতীর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল কাউন্সিলর,তখন ভাটপাড়ায় দিনেদুপুরে, একেবারে রাস্তার ওপরে গুলি করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। কসবা-কাণ্ডে যখন ধৃতের বিহার কানেকশনের অভিযোগ উঠছে,তখন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউয়ের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ যোগের আশঙ্কা করছে পুলিশ। কারণ তৃণমূল নেতা খুনে এবার নৈহাটির শিবদাসপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্য়া বেড়ে হল ২। এর আগে এই মামলায় কউসর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন, 'মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে..' কসবাকাণ্ডের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য TMC কাউন্সিলর সুশান্তের !
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সুজল পাসোয়ান। পুলিশের দাবি, উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষছিল সুজল। ধৃত সুজলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তৃণমূল নেতা অশোক সাউয়ের উপর হামলার আগের দিন কলাবাগান এলাকায় বৈঠক করেছিল দুষ্কৃতীরা। বুধবার দিনে দুপুরে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতাকে। তারপর তিনদিন কেটে যাওয়ার পর, ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। NIA তদন্তের দাবি করেছে পরিবার। রাজ্যসভার সাসংদ শমীক ভট্টাচার্য বলেন, উপদ্রুত অঞ্চল। অর্জুন সিংহের ছেলে বিধায়কের বাড়িতে পর্যন্ত হামলা হয়। নিয়মিত ঘটনা। পুলিশ কী করছে? বহু সময় ভিনরাজ্যের যোগ দেখেছি। বিজেপি যখন বলছে, আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। তৃণমূলও পাল্টা বলছে, দুষ্কৃতীদের। আমদানি হচ্ছে বিজেপিশাসিত রাজ্য বিহার, উত্তরপ্রদেশ থেকে। সবমিলিয়ে চড়া রাজনীতির সুর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।