সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: 'কারও অ্য়াম্বিশন গাছে উঠবে, পাহাড়ে উঠবে, ঐশ্বর্যকে বিয়ে করবে!' অশোকনগরের তৃণমূল বিধায়ককে এমন বেনজির ভাষায় আক্রমণ করলেন, বারাসাতের বিধায়ক চিরঞ্জিত। চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এনিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। যদিও প্রকাশ্য়ে এনিয়ে কোনও মন্তব্য় করতে চাননি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
'কারও অ্য়াম্বিশন ঐশ্বর্যকে বিয়ে করবে..'
বারাসাত তৃণমূল কংগ্রেস বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, আমার যেটা মনে হয়, একজনের অ্য়াম্বিশন আছে, আমি ঐশ্বর্যকে বিয়ে করব। কারও অ্য়াম্বিশন থাকতে পারে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে, হতেই পারে। একই দলের বিধায়ক! দু'জনেই তৃণমূলের। দু'জনের বিধানসভা কেন্দ্রও একই জেলায় প্রায় পাশাপাশি! কিন্তু দলে এবং বিধানসভায় সতীর্থ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে তীব্র কটাক্ষ করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার
বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন বারাসাতের তিতুমির হলে, উত্তর ২৪ পরগনার তৃণমূলের নতুন বর্ধিত কোর কমিটির মিটিং ছিল। সূত্রের খবর, সেখানে চিরঞ্জিত সহ অন্য়ান্য় বিধায়কদের উপস্থিতিতে,অশোকনগরের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বারাসাতের তৃণমূল বিধায়ককে তো দেখাই যায় না! কিন্তু কেন দলের বিধায়কের উদ্দেশ্য়ে এই মন্তব্য়? তার উত্তর দিতে গিয়েই পাল্টা আক্রমণের পথে হাঁটেন তৃণমূলের তারকা বিধায়ক।
চিরঞ্জিতের নিশানায় অশোকনগরের তৃণমূল বিধায়ক
চিরঞ্জিত আরও বলেন, 'সে অশোকনগর নিয়ে যত না ব্য়স্ত, বারাসাত নিয়ে বেশি ব্য়স্ত। গতবার দাঁড়ানোর চেষ্টা করেছিল এখানে। হয়নি কোনও কারণে। আমার ধারণা, মমতা বন্দ্যোপাধ্য়ায় বোধহয় আমায় টিকিটটা দিয়ে দিলেন। সে দাঁড়াতে চেয়েছিল আমার জায়গায়। মমতা যদি আমায় দাঁড় না করান, তাহলে হয়তো ও ঢুকবে। একটু একটু এগিয়ে থাকতে হবে।'
আরও পড়ুন, স্মোককাণ্ডের জেরে আজও লোকসভা, রাজ্যসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা
দলীয় বিধায়ককেই আক্রমণ? চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব!
দলীয় বিধায়ককেই আক্রমণ? চরমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব! এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অশোকনগরের তৃণমূল বিধায়ক ও সভাধিপতি নারায়ণ গোস্বামী। বলেছেন, 'মমতার তৈরি করা কমিটি। তার ওপর বর্ধিত সভা সব এমএলএ-দের ডাকা হয়। উনি বিধায়ক স্ননামধন্য়। প্রতিষ্ঠিত। যদি কিছু বলার থাকে পরবর্তী কোর কমিটির সভায় বলব।' বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু তার আগে বিধায়কদের এই কোন্দল তৃণমূলকে বিপদে ফেলবে না তো?