সমীরণ পাল, হাবরা: পথ দুর্ঘটনা (Road Accident) ট্রাকের তলায় পড়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। পেশায় কৃষক মৃত ওই সাইকেল আরোহীর নাম মহম্মদ আব্দুল হাই (৭০)। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার জীবনপুর বাজারে। মৃত ওই ব্যক্তি চৌরাশি রাজুকবেড়িয়ার বাসিন্দা।


ট্রাকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর: স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে সাইকেলে করে একটি ছোট শ্যালো মেশিন নিয়ে ধান চাষ করার জন্য জীবনপুর বাজার সেন্ট্রাল ব্যাঙ্কের দিক থেকে রাজুকবেড়িয়ার দিকে যাচ্ছিলেন ওই কৃষক। সেই সময় হাবরাগামী একটি দশ চাকার ট্রাক দ্রুত গতিতে এসে ওই কৃষককে ধাক্কা মারে। সাইকেল নিয়ে তিনি ট্রাকের তলায় পড়ে যান তিনি। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। কিন্তু পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার জন্য এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গাড়ির চালক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।


দিন দুয়েক আগে নদিয়ার শান্তিপুরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় মহিলা প্রাতর্ভ্রমণকারীর। গুরুতর জখম আরও ২ মহিলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শান্তিপুর থেকে কালনাগামী লরি বছর বাহান্নর ওই মহিলাকে পিষে দেয়। লরি চালক পলাতক। গ্রেফতারি ও বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।


তার আগে গত সপ্তাহ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ে বাস। এক মহিলা বাসযাত্রীর মৃত্যু হয়। আহত হন ২০ জনেরও বেশি। গত বুধবার সকাল ৬টা নাগাদ রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘুঘুডাঙা মোড়ে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে শিলিগুড়িগামী বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


আরও পড়ুন: SSC Scam: 'বিধায়কদের থেকে ৫ জনের নামের তালিকা চেয়েছিলেন পার্থ', মন্তব্য তৃণমূল নেতার