সমীরণ পাল,খড়দা: কলকাতার (Kolkata) পর এবার ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Commissionerate)। সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে পুলিশি তত্পরতা। গত কয়েকদিন ধরে খড়দার (Khardah) বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অটোয় চড়ে মাইকে সচেতনতামূলক প্রচার (Awareness Campaign) চলছে।


পুলিশ সূত্রে খবর, দিনদিন সাইবার অপরাধের (Cyber Crime) সংখ্যা বাড়ছে। কখনও অচেনা নম্বর থেকে ভিডিও কল করে অশ্লীল ছবি দেখিয়ে টোপ দেওয়া হচ্ছে। কখনও ঋণ দেওয়ার নামে অনলাইনে চলছে প্রতারণা। কোথাও সোশাল মিডিয়ায় (Social Media) বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, যাঁরা স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহারে ততটা পটু নন, অধিকাংশ ক্ষেত্রে সেইসমস্ত প্রবীণ নাগরিকরাই প্রতারকদের ফাঁদে পড়ছেন। তাই সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার উদ্যোগী হয়েছে ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Commissionerate)।


ক্রমাগত স্ট্রেন বদলে, আরও মারাত্বক হচ্ছে করোনা। আর, এই অতিমারী পরিস্থিতিতে কৌশল বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে ফ্রডস্টাররা। শুধু বয়স্ক মানুষ...বা তথ্য-প্রযুক্তি সম্পর্কে সড়গড় নন এমন ব্যক্তিরাই নন। হাতের মুঠোয় থাকা মোবাইলে ফাঁদ পেতে প্রতারিত করা হচ্ছে টেকস্যাভিদেরও। মোবাইলে আসা একটা লিঙ্কে ক্লিকেই  অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, KYC আপডেটের নাম করে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জেনে, টাকা লোপাট করে দিচ্ছে প্রতারকরা। 


কোভিড আবহে ঘরবন্দি মানুষের বেড়েছে মোবাইল-নেট নির্ভরতা। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে একদল প্রতারক। এর আগে রাস্তায় নেমে সতর্কতামূলক প্রচার শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করে কলকাতা পুলিশ। সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই যে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি লিফলেটে প্রচার করা হয় যাতে, ইউনিক পাসওয়ার্ড কোড চালু রাখেন সকলে। ব্যবহার করেন পাসওয়ার্ড ভেরিফিকেশন পদ্ধতি। ভিডিও চ্যাটের ক্ষেত্রে কোনওরকম খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ব্যক্তিগত চ্যাটিংয়ের পর সেই রেকর্ড মুছে ফেলার বার্তাও দেওয়া হয়। অন্তরঙ্গ কোনও ছবি-ভিডিও আদানপ্রদান থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়। সঙ্গে ব্ল্যাকমেলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়। পাশাপাশি কোনও ট্রায়ালরুমে ক্যামেরা রয়েছে কি না, সেটা দেখে নেওয়া ও সোশ্যাল মাধ্যমে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয় সাইবার অপরাধ বিরোধী প্রচারে।


আরও পড়ুন: Cyber Crime: প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ছক, সাড়ে ছয় লক্ষ টাকা খোয়ালেন শিক্ষক