কলকাতা: করোনা আবহে অমানবিক ছবি নিউটাউনের (Newtown) আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ পড়ুয়াদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবেদন জানিয়েও লাভ হয়নি বলে দাবি। প্রতিবাদে গতকাল রাতে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান পডুয়ারা।


বিক্ষোভকারীদের দাবি, বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে বাড়ি ফিরতে না পারায় হস্টেলে (Hostel) থেকেই পড়াশোনা চলছিল। সম্প্রতি হস্টেল খালি করার নোটিস জারি করে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) কর্তৃপক্ষ। পড়ুয়ারা তাতে রাজি না হওয়ায় গতকাল দুপুরে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে হস্টেলে ৪০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আরও পড়ুন: Cyber Fraud: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সব টাকা! এবার প্রতারণার শিকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপিকা


বিক্ষোভকারী এক ছাত্র জানান, “দুটো হস্টেল (Hostel) রয়েছে। যার মধ্যে একটা ১৯ ফ্লোরের অন্যটা ১৪ বা ১৬ ফ্লোরের। কারেন্ট অফ করে দেওয়া হয়েছে। যেটা একেবারেই অমানবিক কাজ। আলিয়ার বিশ্ববিদ্যালয়ের (Aliah University) হস্টেলের চেয়ারম্যান এবং এইচএমসি যাঁরা আছেন তাঁরা করেছেন। মূল বক্তব্য যে তাঁরা আমাদের হস্টেল থেকে বের করে দিতে চাইছেন। পরীক্ষা চলছে সেই মুহূর্তে কারেন্ট অফ করে দেওয়া হয়েছে।’’ 


এদিকে  এবার স্বজনপোষণ, প্যানেল প্রকাশ না করেই চাকরি দেওয়ার অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সেখানে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার ভিত্তিতে আগামী ২ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কম যোগ্যতাসম্পন্নকে চাকরি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৩ সপ্তাহ পরে হাইকোর্টে ফের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। 


আরও পড়ুন: Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে নিকাশি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক