উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার খড়দায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। রাতে তল্লাশি অভিযানে উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র হয়েছে। উদ্ধার হয়েছে 9MM পিস্তল ও দেশি বন্দুক। পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ১৭ রাউন্ড কার্তুজও। নইম আনসারি নামে এক অভিযুক্ত গ্রেফতার, তাকে জেরা করছে পুলিশ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন, 'ফুসফুসটাকে ছিন্নভিন্ন...'! কোভিডে রাজ্যে প্রথম মৃত্যুর পর শঙ্কাপ্রকাশ চিকিৎসক কুণাল সরকারের

 রাজ্যে ফের উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে,নঈম আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কামারহাটি ও খড়দা থানা। উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ-বুলেট। অস্ত্র উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনীতির রং। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

থরে থরে সাজানো বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ-বুলেট। কলকাতার পর এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি। রাজ্যে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে,নঈম আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কামারহাটি ও খড়দা থানা। বাড়ির বাইরে লেখা নইম কার সার্ভিস। অস্ত্র উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনীতির রং।

শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে ধৃত নইম আনসারির ছবি পোস্ট করে লিখেছেন, বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারিকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে। পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম আনসারি (নেপালি) আবার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ডান হাত হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে। আমি রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলব আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মলবাবুর সাথে যোগাযোগ করতে পারেন।  

প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা  অর্জুন সিংহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য়ে এখন এদেরকে ব্যবসায়ী বলা হয়। যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসা করছে।  ঈম আলি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে। সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়। সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রতিক্রিয়া জানার জন্য় যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি।এদিকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত নঈম আনসারিকে।