উত্তর ২৪ পরগণা: দেগঙ্গায় সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ-র অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তুলকালাম করল তৃণমূল। সরকারি ১১ টি প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান আর এই বিষয়টি প্রকাশ্যে আসতে গ্রামের তৃণমূল কর্মীরা হাতে তৃণমূলের পতাকা নিয়ে পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েত প্রধান সমস্ত গরীবের টাকা আত্মসাৎ বড় হয়েছেন।তাই অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থল দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে ফেলে। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তাল উত্তর ২৪ পরগণা।
মঙ্গলবার রাতে দেগঙ্গা চাকলা গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহারের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। ১০০ দিনের কাজের অর্থ-দুর্ণীতির অভিযোগে পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর নাম জড়িয়েছে। শ্মশান সংস্কার টাকা পঞ্চায়েত প্রধান আত্মসাৎ করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার নাম করে বেনিফিশিয়ারিদের থেকে কাটমানি নিয়েছেন এভাবে ১১ টি প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে পঞ্চায়েত প্রধান,সেই দুর্নীতির তালিকা নিয়ে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।পাশাপাশি টিনের ছাউনি মাটির বাড়িতে বসবাস করত পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহার সেখানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি কিনে তিনি বাড়ি বানিয়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েত প্রধান সমস্ত গরীবের টাকা আত্মসাৎ বড় হয়েছেন।তাই অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থল দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে রাখে। তবে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পঞ্চায়েত প্রধান মৌমিতা দাস কাহার। পঞ্চায়েত প্রধানের স্বামী দেবু কাহার এবং তার নিজের নামে জব কার্ডে যে টাকা উঠেছে সে বিষয়টি তিনি মেনে নিয়ে বলেন পঞ্চায়েতের কর্মরত কন্ট্রাকটর তার নামে এইভাবে টাকা উঠিয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছে চক্রান্ত তাকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে দেগঙ্গায়।