সমীরণ পাল, উত্তর ২৪ পরগনাঃ অসিত, কল্যাণ, সৌগতর পর এবার মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের গলাতেও অনুব্রত-বুলি। কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হোন।, নাম না করে বিরোধীদের হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের। মদন মিত্র (TMC MLA Madan Mitra) বলেন, 'ঈশ্বর বলেছেন ফর্গিভ ও ফর্গেভ আমরা বলতে পারব না। আমরা সাধারণ মানুষ যদি আমাদের গায়ে একটা আঘাত পড়ে, অন্তত দুটো পাল্টা প্রত্যাঘাত করার জন্য তৈরি হন। দরকার হলে কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হন। প্রত্যেকটা মোড়ে মোড়ে লাঠি খেলার আখড়া তৈরি করুন। আমি মদন মিত্র লাঠি সাপ্লাই দেব, আমি মদন মিত্র এমএলএ আপনাদের বলছি প্রত্যেকটি লাঠি খেলা শেখান।'


প্রসঙ্গত, কল্যাণ-অসিতের পর'অনুব্রত মণ্ডলের ভাষা' সৌগত রায়ের মুখেও (Sougata Roy)। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' কামারহাটিতে হুমকি সৌগত রায়ের।প্রসঙ্গত, রাজ্যে মুখ খোলা এবং মুখ খুলে বিস্ফোরক মন্তব্যের উদাহরণ ভুরিভুরি। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন,  'বদলার বদলে বদলা চাই।' পার্থ চট্টোপাধ্যায়  (Partha Chatterjee) ও  অনুব্রত-র (Anubrata Mandal) গ্রেফতারির পর এমনটাই হুঙ্কার দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। চুঁচুড়ার জনসভায় তিনি বললেন, 'মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি বদল নয়, বদলা চাই।'তিনি বলেন, 'আমাকে ক্ষমা করবেন মমতাদি, বলে ফেললাম। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক বিরোধী শিবিরে নেই। আপনার অনেক বড় মানসিকতা। কিন্তু আজ বিজেপি, কংগ্রেস, সিপিএম যে ভাবে নোংরামি করছে আমাদের সে দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা চাই।'


'কেউ চোর বললে পাল্টা হবে', সংযোজন চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারের।  একই মঞ্চ থেকে চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'কোথাও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করেন পাল্টা জবাব দাও।'  আর এবার সেই বিতর্কের আগুনই উসকে দিয়ে সৌগত রায় হুমকি দিয়ে বলেন ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'