রঞ্জিত সাউ, কলকাতা: বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা (Foreign Job Fraud)। নয়ডায় গ্রেফতার অভিযুক্ত মহিলা। বিধাননগর সাইবার অপরাধ (Cyber Crime) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Bidhannagar Cyber Crime Police Station)। সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় দফতর খুলে ওই প্রতারণা চক্র কাজ করত বলে জানা গিয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছিল আরও তিন জন।


অনলাইন চাকরি খুঁজতে গেলেই বিদেশ-বিভুঁইয়ে লোভনীয় চাকরির প্রস্তাব আসতে শুরু করে। কথাবার্তার আদবকায়দা এমন যে ঠগ বাছবার উপায় থাকে না। এমনই প্রতারণাচক্রের ফাঁদে পড়েছিলেন রাজস্থান নিবাসী বাসিন্দা পূর্ণাংশু বসু। বিদেশ চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন।


পুলিশকে পূর্ণাংশু জানান, চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেছিলেন তিনি। সেখান থেকে ইমেলে তাঁর কাছে একটি চিঠি আসে। তাতে মিস পায়েল নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেই অনুযায়ী পায়েলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কথাবার্তা হওয়ার পর তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থার মার্কেটিং বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন পায়েল।


আরও পড়ুন: South 24 pargana: উস্তিতে ব্যবসায়ী পুত্রকে অপহরণ, গ্রেফতার দুই অভিযুক্ত।Bangla News


এর পর ওই সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিয়ে তাঁকে এক ব্যক্তি ফোন করেন বলে দাবি পূর্ণাংশুর। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁকে এ যাবৎ কাজের অভিজ্ঞতা নথি আকারে জমা দিতে বলেন। সেসব মিটলে পায়েল তাঁকে ফোন করে জানান, মেডিক্যাল রিপোর্টের জন্য ১৪ হাজার ৭৫০ টাকা জমা করতে হবে। চাকরি না পেলে ওই টাকা ফেরত পেয়ে যাবেন তিনি।


কথা মতোই টাকা জমা করেন পূর্ণাংশু। এর কিছু দিন পর ফের ডিজিটাল সিভি তৈরির জন্য তাঁর কাছ থেকে টাকা চান পায়েল। তখনই প্রতারণার শিকার হচ্ছেন বলে বুঝতে পারেন পূর্ণাংশু। সেই মতো পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে সল্টলেকের সেক্টর ফাইভের ওই প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। সেখান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই প্রতারণা চক্রের চাই সৌমী ঘোষ গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ।


গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি নয়ডায় তাঁর হদিশ পায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তিন দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে সৌমীকে। শুক্রবার বিধাননগর আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে জেরার আর্জি জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।