সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শ্যামনগর মিলনগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ২ শিশুর। সোমবার জগদ্দলের ২৯ নং ওয়ার্ডের মিলনগরে এলাকার একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মারা যায় ২ জন। প্রতিদিনই মিলননগরের এই পুকুরে পাশের কয়েকটি পাড়া থেকে বেশ কয়েকজন যুবক স্নান করতে আসেন। তাঁদের সঙ্গে মাঝেমধ্যে দেখা যেত কিছু শিশু ও কিশোরকেও। তার মধ্যেই ওই পুকুরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সকালে পুকুরে স্নান করতে নেমে পীয়ূষ কুণ্ডু (৬), বিনায়ক সিং (৭) নামে দুই কিশোর তলিয়ে যায়। হইচই হতেই স্থানীয় এক যুবক তাদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গিয়ে এমন করে ২ নাবালক মারা যাওয়ায় শোকের ছায়া গোটা এলাকায়।
গত বছর মালদায় প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। মালদার (Malda) চাঁচলের হারোহাজারা গ্রামে খেলতে খেলতে জলে ডুবে মারা গিয়েছিল ২ শিশু। দুপুরে খেলছিল ওই দুই শিশু। পুকুর পাড়ে খেলতে খেলতে হঠাৎ জলে ডুবে যায় একজন। তাকে পুকুরে পড়ে যেতে দেখে আরেক জন ছুটে এসেছিল। সেও জলে নামতে গিয়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পরে টের পেয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের কয়েকজন জল থেকে তুলে ওই দুজনকে হাসপাতালে পাঠালেও মৃত বলে ঘোষণা করা হয় তাদের।
আর চলতি বছরের মার্চে হোলির দিনে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল যাদবপুর ক্যাম্পাসে। দোল খেলতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন এক ছাত্র। পরে পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে ওই ছাত্রের দেহ। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। মৃত ছাত্র বেহালার পর্ণশ্রীর বাসিন্দা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তনী অর্থাৎ ২০২২ সালে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করেছিলেন তিনি। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা খবর দিয়েছিল পুলিশকে। পুলিশের ডুবুরিরা এসে দেহ উদ্ধার করে এসএসকেএমে পাঠিয়েছিল। সেখানের চিকিৎসকেরা জানিয়েছিলেন ঘটনাস্থলেই মহম্মদ আসিফ মণ্ডলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?