Weather Update:  সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ ভারী বৃষ্টি হতে পারে জেলায়। দু-একটি জায়গায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। এদিন সকাল ৭টার সময় জেলার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে বইছে জেলার বাতাস। সবথেকে বড় বিষয় , বৃষ্টির কারণে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৫ শতাংশ।     


South Dinajpur Weather update:  দক্ষিণ দিনাজপুরে দিনভর মেঘলা থাকবে আকাশ। সেই ক্ষেত্রে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯১ শতাংশ। সকাল ৭ টা নাগাদ জেলার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি সেভাবে না হলে বাড়বে আদ্রতার পরিমাণ। সেইক্ষেত্রে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলায়। 


তবে আজ থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও, পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে।  কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প বেশি তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে আর্দ্রতার বাড়বাড়ন্তে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল শহর ও শহরতলি। 


 আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar), এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। আজ থেকে তা ক্রমশ নিচের দিকে নামবে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।