Weather Update: মাত্র ৪৮ ঘণ্টায় বদলে গেল দুই দিনাজপুরের আবহাওয়া। হিমেল হাওয়ার পরিবর্তে বাড়ল উষ্ণতার পারদ। নতুন করে আদ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে উত্তর দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকেই জেলার বহু অংশে মেঘের দেখা পাওয়া যাবে। তবে বেলা বাড়লেই ফের পরিষ্কার আকাশে দেখতে পাবে জেলাবাসী। সকাল ৫ টা থেকে ১১টা পর্যন্ত জেলার তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 

আবহাওয়া দফতরের সকাল পূর্বাভাস বলছে, সকালে ১৮ ডিগ্রিতে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। দুপুরে মেঘ সরে গিয়ে পরিষ্কার হবে জেলার আকাশ। আজ সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৫ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। হাওয়া অফিস বলছে, আপাতত চলতি সপ্তাহে সেভাবে নামবে না শীতের পারদ। উল্টে বাড়তে পারে তাপমাত্রা। 

South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণেও। হাওয়া অফিস বলছে, সকাল ৫টার পরই ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেতে পারে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ হতে পারে ৯১ শতাংশ। হাওয়া অফিস বলছে, আজ সকাল থেকেই দক্ষিণে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি ।

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। • জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।