Weather Update: বছরের প্রথম দিনেই এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে তাপমাত্রা। ক্যালেন্ডারে শীতের দিন হলেও বাড়তে পারে পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ ভোররাতে তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকবে দুই দিনাজপুরে।তবে আগামী সপ্তাহে আরও পড়তে পারে পারদ। সেরকমই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।  


হাওয়া অফিসের পূর্বাভাস বলছে , কমপক্ষে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে রাতারাতি। সকাল ৬টর মধ্য়ে উত্তর দিনাজপুরে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে থাকতে পারে। তবে দিনভর পরিষ্কার আকাশ থাকবে জেলায়। দুপুরে এই তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। জেলার কিছু অংশে বইবে হিমাল হাওয়া। সকালে ৯১ শতাংশ আদ্রতা থাকতে পারে বাতাসে। হাওয়া বইবে ৭ কিমি বেগে। 


South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণে। তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে দক্ষিণে । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তাপমাত্রা সকালে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৯ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইতে পারে দক্ষিণের বাতাস। হাওয়া মোরগ বলছে, ডিসেম্বরের শেষেও জাঁকিয়ে শীত দেখা যাচ্ছে না দক্ষিণে। মাঝে উঁকি দিয়ে উধাও হয়েছে শীত।


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৪ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।



দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৬  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।