Weather Update: শনিতে থাকছে অশনি সঙ্কেত ! আজ আদ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে পারে উত্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোগাবে উত্তর দিনাজপুরবাসীকে। সকাল ৬টার আবহাওয়া বলছে, ইতিমধ্যে জেলায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। ১১ কিমি বেগে বইছে জেলার বাতাস। সাতসকালেই ২৮ ডিগ্রি ছাড়িয়েছে উত্তরের তাপমাত্রা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায়। সেই ক্ষেত্রে বজ্রবিদ্যু সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে জেলার কিছু অংশে। তবে বেলা গড়ালে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াবে আদ্রতাজনিত অস্বতি। তাই প্যাচপ্যাচে ঘামের সাক্ষী থাকতে পারে জেলা। 


South Dinajpur Weather update:  উত্তরের আবহাওয়ার প্রভাব থাকবে দক্ষিণেও। জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণে। সকাল থেকেই জেলার বেশিরভাগ অংশ মেঘে ঢাকা রয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৭ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে বেলায়। এদিন সকালেই জেলার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। তবে হাওয়া সেভাবে না থাকায় বৃষ্টির সঙ্গে গরম থাকতে পারে দিনভর।


উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: হাওয়া মোরগ বলছে,কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির হতে পারে। একই পরিস্থিতি হকে পারে দক্ষিণবঙ্গে। সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কলকাতা ও পাশ্ববর্তী জেলার তাপমাত্রা কমলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।


আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
 কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
 জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।


আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।