Weather Update: সকাল থেকেই শীতের আমেজ, পরিষ্কার আকাশের সঙ্গে সাথী হবে হিমেল হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনভর পরিষ্কার আকাশ থাকবে উত্তর দিনাজপুরে। সকাল ৬টায় জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৩ শতাংশ। ঘণ্টায় ২ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা  ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। নভেম্বরের শুরুতেই ঠান্ডার আমেজ রয়েছে জেলায়। হালকা কুয়াশা পড়তে শুরু করেছে উত্তরে।


South Dinajpur Weather update:  উত্তরের প্রভাব পড়েছে দক্ষিণেও। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে জেলায়। সেই ক্ষেত্রে হিমেল হাওয়ার সাক্ষী থাকবে দক্ষিণ দিনাজপুরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকাল ৬টার পরই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। হাওয়া অফিস বলছে, শীঘ্রই শীতের তীব্রতা অনুভূত হবে জেলায়। তবে দুপুরের দিকে জেলার আকাশে আংশিক মেঘের দেখা পাওয়া যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দুই জেলাতেই ।


West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া


শীতের (Winter) অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে তা নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহবিদরা। সরাসরি প্রভাব না পড়লেও এ সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। 


পাশাপাশি, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।