কলকাতা:  নানা কারণেই জ্বর হতে পারে। এমনটা নয়, যে জ্বর মানেই ডেঙ্গি বা কোভিড (Dengue or Covid)। তবে ডেঙ্গি বা কোভিডে জ্বর হয়। তবে কী করে বোঝা যাবে ? তাই জ্বর হলে ডেঙ্গি বা কোভিড বুঝতে হলে, সব উপস্বর্গগুলিই ( Symptoms ) জানতে হবে। তবে এই মুহূর্তে শহরে কোভিডের থেকে ডেঙ্গি আধিক্যই বেশি। তবুও সতর্ক থাকতে হবে দুদিক থেকেই। এবং উপস্বর্গ দেখা দিলেই, পরীক্ষা করাবেন অবশ্যই।


প্রথমত, ডেঙ্গি হলে, জ্বরের সঙ্গে চোখের পিছনে ব্যথা হবে। জ্বরের সঙ্গে পেশিতে ব্যাথা হবে। বমিবমি ভাবে, মাথা যন্ত্রনা, হাড়ে ব্যাথাও হবে। তবে এর মধ্য়ে কোভিড হলেও শরীরে ব্যাথা হবে, তবে মাথা ভার হবে। গলা খুসখুস, সর্দি জমা, এবং বাড়াবাড়ির দিকে গেলে শ্বাস নিতে কষ্ট হবে। এহেন পরিস্থিতি জ্বর হলে তাই প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন। দরকারে কোভিড হয়েছে কিনা বুঝতে আরটি-পিসিআর  কিংবা ডেঙ্গি হয়েছে কিনা বুঝতে এনএস ১ পরীক্ষা করালেই ধরা পড়বে আসল ভাইরাস। তবে জ্বর মানেই ডেঙ্গি বা কোভিড নয় কেন ? কারণ শরীরের নানা কারণে জ্বর আসতে পারে, যেকোনও অঙ্গের সমস্যা তৈরি হলেও জ্বর আসতে পারে। তাই জ্বর হলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। সরকারি গাইড লাইন মেনে চলুন।


আরও পড়ুন, 'নন্দীগ্রামেই 'গো ব্যাক' পোস্টার। আহা রে ! ', শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আহ্বান কুণালের


 প্রসঙ্গত, রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। অকালে ঝরে যাচ্ছে একের পর এক তরুণ তরতাজা প্রাণ। এদিকে, রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা ছাড়াও অন্যান্য স্বাস্থ্য কর্তারা, এমনটাই খবর। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুখ্য সচিব নবান্নে উচ্চপর্যয়ের বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের জরুরি তলব করা হয় নবান্নে  । সেই সময় কয়েকটি নির্দিষ্ট জেলার জেলাশাসকদের ভার্চুয়াল ধরা হয় বলেই নবান্ন সূত্রে খবর। কেন রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গি সংক্রমণে মৃতের সংখ্যা ? তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন বাড়ছে পজিটিভিটি রেট? সেই উত্তর খুঁজতে আজ বৈঠকে বসেন স্বাস্থ্য কর্তারা। এদিকে ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইট করে বলেন, ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য সরকারের হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ।'