Weather Update: মাত্র ২৪ ঘণ্টায় বদলে গিয়েছে পরিস্থিতি। বেড়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আদ্রতা। যা জানান দিচ্ছে, বৃষ্টি নামতে পারে আজ। সকাল থেকেই দুই জেলায় আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় অত্যধিক আদ্রতার জেরে ঘাম বেড়েছে। এদিন উত্তর দিনাজপুরে সকাল ৮ টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। তাপমাত্রা রয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬ কিলোমিটার।
প্রায় একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে। এখানেও বাতাসে আদ্রতার পরিমাণ গতকালের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে, সকালে বাতাসে আদ্রতার পরিমাণ রয়েছে ৭৪ শতাংশ। ঘণ্টায় হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটার। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা হয়েছে। তাই রবিবাসরীয় বিকেলে কোথাও ঘুরতে যাওয়ার থাকলে বৃষ্টির বিষয়ে সচেতন থাকুন। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হতে পারে বিকেলের সঙ্গী।
আরও জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : Jalpaiguri And Alipurduar: আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?