Weather Update:  চলতি সপ্তাহেই নামবে ৩-৪ ডিগ্রি পারদ। শীত প্রকোপ দেখা যাবে দুই দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, সপ্তাহ শেষের দিকে আরও নামবে তাপমাত্রা। আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ৮ টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। আদ্রতাজনিত অস্বস্তি এখন আর দেখা যাবে না উত্তর দিনাজপুরে। তবে ঠান্ডা হাওয়ার শিরশিরানি থাকবে জেলায়।


South Dinajpur Weather update: উত্তরের মতো অবস্থা হবে দক্ষিণেও। হাওয়া অফিস বলছে, সকাল ৮টার পরই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ কমতে চলেছে জেলায়। ইতিমধ্য়েই যার ইঙ্গিত পেয়েছে দক্ষিণ দিনাজপুরবাসী। তবে আগের থেকে অনেকটাই শুষ্ক হয়ে গিয়েছে জেলার আবাহাওয়া। ফলে ত্বকে তার প্রভাব দেখা যাচ্ছে। 


West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে।


হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।