Weather Update: মাত্র দু'দিনেই বদলে গেল দুই দিনাজপুরের তাপমাত্রা। আজ উত্তর দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকালে ৮টার মধ্যেই ২১ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে জেলার তাপমাত্রা। সেই ক্ষেত্রে গরমের সঙ্গে ভোগাবে আদ্রতাজনিত অস্বস্তি।
হাওয়া মোরগ বলছে, রবিবাসরীয় সকালে গরমের দোসর হবে আদ্রতা। বেলা বাড়লেই এই আদ্রতার পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে বাড়তে পারে ঘাম। দক্ষিণবঙ্গে গতকাল থেকেই মেঘলা আবহাওয়া। কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। তবে সেই প্রভাব পড়েনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আজ সারাদিন পরিষ্কার আকাশ দেখা যাবে দুই দিনাজপুরে। আজ সকালের মধ্যেই উত্তর দিনাজপুরের তাপমাত্রা ২৬ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। দক্ষিণেও হতে পারে একই পরিস্থিতি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত তেমনই বলছে হাওয়া মোরগ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, গত দুদিন ধরে গরমের সাক্ষী হয়েছে দুই দিনাজপুর। তবে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই এখানে। দিনভর পরিষ্কার আকাশ থাকবে দুই জেলায়। সঙ্গে সঙ্গী হবে গরম ও আদ্রতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। দুই জেলাতে বাতাসে আদ্রতার পরিমাণ হতে পারে ৮৮-৯২ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দুই দিনাজপুরে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরম পড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গী হচ্ছে ঘাম ও আদ্রতা। গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে ২-৩ ডিগ্রি। চলতি সপ্তাহেই স্বাভাবিকের থেকে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে যাবে বলে খবর। দুই দিনাজপুরে বাড়বে এই তাপমাত্রা।
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি