Weather Update:  সকাল থেকে গুমোট পরিবশ। হাওয়া অফিস বলছে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার বেগে হাওয়া বইছে উত্তর দিনাজপুরে। সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ ৮৪ শতাংশ হওয়ায় প্যাচপ্যাচে গরমের সাক্ষী থাকছে জেলা। সকাল ৭টার রিপোর্ট বলছে, উত্তর দিনাজপুরের তাপমাত্রা ছুঁয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলার দিকে এই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি ছাড়াতে পারে। জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে জেলার আকাশ। সেই ক্ষেত্রে ভোগাতে পারে জায়গায়-জায়গায় বৃষ্টি। 


South Dinajpur Weather update: একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরেও। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সারাদিন এই আবহাওয়া বজায় থাকতে পারে জেলার আকাশে। তবে এই জেলায় বাতাসে আদ্রাতার পরিমাণ উত্তর দিনাজপুরের থেকে কিছুটা কম ৭৯ শতাংশ। আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। সকাল সাটটা নাগাদ জেলার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রাও বাড়বে। সেই ক্ষেত্রে আদ্রতার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি হলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে জেলার বাসিন্দাদের। 


West Bengal Weather: পশ্চিমবঙ্গের আবহাওয়া 


জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলছে। তবে তাতে কি ঘাটতি মিটবে? সংশয় থাকছে। 


আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
 কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
 কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
 জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ডিগ্রি সেলসিয়াস।


আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?


বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
  নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন : Consumers Rights: গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকলেও জিনিস বদলাচ্ছে না দোকানদার ? এই সহজ ধাপে পাবেন সমাধান