Weather Update: বৃষ্টির সম্ভাবনা নেই, আজ চিন্তা বাড়াবে চড়া রোদ। বেলার দিকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিস বলছে, আজ দিনভর ঝকঝকে আকাশ থাকবে জেলায়। মেঘ বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৮ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুপুরের দিকে তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি ছাড়াতে পারে। বেলার দিকে আদ্রতাজনিত অস্বস্তির সাক্ষী হতে পারে জেলাবাসী।


South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সকাল থেকেই চিন্তা বাড়াবে চড়া রোদ। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। জেলার বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। 


 কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা এসে গিয়েছে। উৎসবের মরসুমে পুজোর মতো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা যেতে পারে  বঙ্গে। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  


উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।



দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন :  Mobile Phone Ban: ৫জি আসায় ৩জি-৪জি স্মার্টফোন তৈরিতে নিষেধাজ্ঞা ! সরকার দিয়েছে এই বার্তা ?