Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। তবে জেলার সর্বত্র এই বৃষ্টি নাও হতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামে অস্বস্তি বাড়তে পারে জেলাবাসীর। হাওয়া মোরগ বলছে, আজ সারাদিন মেঘলা থাকবে আকাশ। সকালেই ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৭ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি হতে পারে দক্ষিণে। বেলা বাড়তেই জেলায় বৃষ্টি দেখা দিতে পারে। দুপুর হয়ে রাত পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টি। সেই ক্ষেত্রে জেলার সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে। এদিন সকাল থেকেই দক্ষিণের সর্বত্র (South Dinajpur) মেঘলা আকাশ রয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৬ শতাংশ। জেলায় সকালেই তাপমাত্রা ছাড়িয়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৮ কিলোমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: এদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।